1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

সিটিকে হারিয়েই লিগ শুরু গতবারের রানার্স জুভেন্টাসের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১১৯ Time View

:ম্যাঞ্চেস্টারের ঘরের মাঠে গিয়ে তাদের ২-১ গোলে হারিয়ে দিল জুভেন্টাস৷গতবারের রানার্সরা sdasd9u8yasoমঙ্গলবার অসাধারণ ফুটবল খেলল৷এতিহাদ স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের এই ম্যাচে জুভেন্সাসের হয়ে গোল দু’টি করেন মারিও মান্দজুকিচ ও আলভারো মোরাতা। সিটির একমাত্র গোলটি আত্মঘাতী৷সৌজন্যে জিওর্জিও চিয়েলিনি৷

এদিন প্রথমার্ধে সিটির আক্রমণাত্মক ফুটবলের সামনে মুখ তুলতে পারছিল না বুঁফোর দল৷কিন্ত প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে৷ম্যাচের ৫৭ মিনিটেই এগিয়ে যায় ম্যান সিটি৷বাঁ দিক থেকে দাভিদ সিলভার কর্নার বিপদমুক্ত করতে গিয়ে উল্টে হেড করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার চিয়েলিনি৷এরপর ম্যাচের ৭০ মিনিটেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আসা মারিও মান্দজুকিচের গোলে সমতায় ফেরা জুভেন্টাস৷পোগবার ক্রসে গোলটি করেন অভিজ্ঞ মান্দজুকিচ৷ এরপর ৮১ মিনিটে অসাধারণ একটি গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন প্রাক্তন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড মোরাতা। ডি বক্সের বাইরে থেকে স্প্যানিশ স্ট্রাইকারের দুর্দান্ত বাঁকানো শটে বল পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়। কিন্তু এই গোলের পর আর খেলায় ফিরতে পারেনি সিটি৷’ডি’ গ্রুপের অন্য ম্যাচে জার্মানির বরুসিয়ার মুনশেনগ্লাডবাখকে ৩-০ গোলে হারিয়েছে স্পেনের ক্লাব সেভিয়া।- সংবাদসংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ