1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

প্রথম সেঞ্চুরি মোসাদ্দেকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৩৯ Time View

ওয়ালটন এলইডি টিভি ১৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হয়েছে। ফতুল্লার খান সাহেবihsadasd ওসমান আলী স্টেডিয়ামে এনসিলের উদ্বোধন করেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়াম্যান আকরাম। এসময় ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু উপস্থিত ছিলেন।

এ বছর এনসিএল দুই স্তরে অনুষ্ঠিত হচ্ছে। ফতুল্লায় শুক্রবার শুরু হয়েছে দ্বিতীয় স্তরের চট্টগ্রাম-সিলেট বিভাগের ম্যাচ। টসে হেরে ব্যাট করতে নামা সিলেট দিন শেষে ৪ উইকেটে ২৪০ রান করেছে। রাজিন সালেহ ৭২, রুমান আহমেদ ৭০ রানে ব্যাট করছেন। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে বরিশালের পক্ষে এবার এনসিএলের প্রথম সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩০২ রান তুলেছে বরিশাল। শেষ বিকেলে রাজশাহী প্রথম ইনিংসে ২ উইকেটে ১৯ রান তুলেছে। জহুরুল ইসলাম ৮, নিহাদুজ্জামান ৪ রানে ব্যাট করছেন।

ফতুল্লায় টস জিতে চট্টগ্রাম ব্যাটিংয়ে পাঠায় সিলেটকে। তামিম ইকবাল খেললেও চট্টগ্রামের নেতৃত্ব দিচ্ছেন তরুণ ক্রিকেটার ইরফান শুক্কুর। বল হাতে চট্টগ্রাম ভালো শুরুই পেয়েছিল। ১১১ রানে সিলেটের ৪ উইকেট তুলে নিয়েছিল তারা। পঞ্চম উইকেটে অভিজ্ঞ রাজিন সালেহ ও রুমান আহমেদ সিলেটের পক্ষে প্রতিরোধ গড়েন। দিন শেষে ১২৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন তারা দুজন। রাজিন ৭২, রুমান ৭০ রানে অপরাজিত আছেন। ইমতিয়াজ ৩৭, জাকির হাসান ২২, অধিনায়ক অলক কাপালি ১৫ রান করেন। চট্টগ্রামের মেরাজুল-নাবিল সামাদ ২টি করে উইকেট নেন।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে বরিশাল। শাহরিয়ার নাফিস-পিনাক ঘোষের ৭৩ রানের ওপেনিং জুটিতে তাদের শুরুটাও ভালো ছিল। পিনাক ঘোষকে (২১) হামিদুলের ক্যাচ বানিয়ে রাজশাহীর পক্ষে ব্রেক থ্রু এনে দেন সানজামুল। পিনাক ফিরলেও শাহরিয়ার নাফিস হাফ সেঞ্চুরি করেন। তিনি ৭৫ রান করেন। পঞ্চম উইকেটে সোহাগ গাজীর সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। সোহাগ ৪৬ বলে ঝড়োগতির ৫২ রানের (৫ চার, ৩ ছয়) ইনিংস খেলেন। তবে বরিশালের রানটা তিনশো পার হয়েছে মোসাদ্দেকের সেঞ্চুরিতে। ১৪৯ বলে ১২২ রান করেন এই তরুণ ব্যাটসম্যান। যেখানে ছিল ১১টি চার ও ৬টি ছক্কার মার। রাজশাহীর সানজামুল ১২৩ রানে পান ৬ উইকেট।

প্রথম ইনিংসে রাজশাহীর শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ৪ রানে নাজমুল হোসেন শান্ত, ১১ রানে ফরহাদ হোসেন সাজঘরে ফিরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ