1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

ঐশ্বর্যা এখন সালমানের ম্যাডাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ১৭৫ Time View

প্রেমের সম্পর্ক ভেঙেছে অনেক দিন। একজন এখন ঘোরতর সংসারী। অন্যজন এখনো বিয়ে 14করেননি। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই জুটি সালমান খান এবং ঐশ্বর্যা রাই বচ্চন। বলিউডে এক সময়ের হিট জুটিকে নিয়ে এখনো জল্পনা কম নয়। জানেন কি ঐশ্বর্যাকে এখন কি বলে ডাকেন সল্লু মিঞা? এক সময়ের আদরের প্রেমিকা এখন সালমানের কাছে ‘ঐশ্বর্যা ম্যাম বচ্চন’!
পরিচালক সুরজ বারজাতিয়ার আসন্ন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারে সম্প্রতি গুজরাত এবং অহমেদাবাদে গিয়েছিলেন সলমন খান-সোনম কপূর জুটি। রাজকোটের গন্ডাল প্যালেসে এই ছবির শুটিং করেছেন তারা। সেখানে সালমানের কাছে জানতে চাওয়া হয়, ‘হম দিল দে চুকে সনম’-এর শুটিংয়েও ওই প্রাসাদে গিয়েছিলেন তিনি। সে সময়ে ঐশ্বর্যার সঙ্গে কাটানো কোনো স্মৃতি কি শেয়ার করবেন?
সালমান হেসে উত্তর দেন, ঐশ্বর্যা ম্যাম বচ্চনের সঙ্গে অজয় দেবগন সাব শুটিং করেছিলেন। আমি তো সেখানে ছিলাম না। তার কথা শুনে উপস্থিত সকলেই হেসে ফেলেন। তবে ঐশ্বর্যা-সালমানের সম্পর্ক নিয়ে জল্পনা এতদিন পরেও বলিউডি গসিপের তালিকায় প্রথম দিকেই রয়েছে। সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ