বিশ্বের নেতৃস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এখন রেফ্রিাজারেটর কিনলেই দিচ্ছে আকর্ষনীয় উপহার। গ্রাহকেরা এফএসআর এবং এসবিএস মডেলের রেফ্রিজারেটরে গ্যালাক্সি ট্যাব-৩, আরটি-৩৩ এবং আরটি-৫৬ মডেলে
ফ্রি রাইস কুকার এবং আরটি-২৫ থেকে আরটি-২৯ এর সাথে পাওয়া যাচ্ছে নগদ মূল্য ছাড়। এ অফারটিতে পাওয়া যাবে গ্যালাক্সি ট্যাব ৩, রাইস কুকার এবং ১ হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড়।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব কনজ্যুমার ফিরোজ মোহাম্মদ এ সম্পর্কে বলেন, আমরা বিভিন্ন মডেলের রেফ্রিজারেটরে এ ধরনের একটি উৎসাহব্যাঞ্জক অফার দিতে পেরে খুবই আনন্দিত। আসন্ন ঈদ-উল-আযহাকে প্রাধান্য দিয়ে, আমরা আমাদের গ্রাহকদের অর্থের সর্বোচ্চ মূল্যায়ন করতে এই অফারটি নিয়ে এসেছি- যা তাদেরকে এ ফ্রিজগুলো কিনতে উৎসাহিত করবে। বিস্তারিত জানতে, আগ্রহী ক্রেতাগণ যোগযোগ করতে পারেন ০৯৬১২-৩০০-৩০০। স্যামসাং এর অনুমোদিত ড্রিস্টিবিউটর হচ্ছে ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল ও র্যাংগস। গ্রাহকদেরকে এসব অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে অরিজিনাল স্যামসাং পণ্য দেখে কিনতে অনুরোধ করা হচ্ছে ।