1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

আজ জিটিভিতে শুরু হচ্ছে কুংফুপান্ডা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯৪ Time View

কুংফু পান্ডার কথা মনে আছে? ওই যে, মোটা হোঁৎকা পো নামের এক পান্ডা কুংফু শিখে কিভাবে ড্রাগন যোদ্ধা হয়ে গেলো, আর ধুন্ধুমার লড়াই শেষে হারিয়ে দিলো ভয়ংকর তাইলংকে। আবারas8d90aso] নুডলস্ রান্না কওে দারুন ভাবে পরিবেশন করে। সেই কুংফুপান্ডাই এবার আসছে বাংলাদেশে। তবে বাস্তবে নয় টিভি স্ক্রীনে।
আজ জিটিভিতে সম্প্রচার শুরু হচ্ছে বিশ্বের আলোচিত কার্টুন ‘কুংফুপান্ডা’। সপ্তাহের প্রতিদিন বিকাল ৪টা ৩০মিনিটে প্রচার হবে এই কার্টুন। প্রথম বারের মতো বাংলাদেশের কোন টিভি চ্যানেল কংফুপান্ডা প্রচার করছে। আমাদের দেশের শিশুদের কার্টুন প্রীতির কথা চিন্তা করেই জিটিভি প্রচার করছে কুংফুপান্ডা। বিশ্বব্যপী আলোড়র সৃষ্টিকারী এই কার্টুনটির কাজ হয় ড্রিমওয়ার্কসের স্টুডিও ক্যালিফোর্নিয়ার গ্লেন্ডালে। জোনাথন এইবেল ও গ্লেন বার্গার রচিত এই কার্টুনটি পরিচালনা করেছেন জন স্টিভেনসন এবং মার্ক আসবোর্ন। কার্টুনের মুল চরিত্র (পান্ডা বা পো) এর নেপথ্য কন্ঠ দিয়েছেন ডাস্টিন হফম্যান এছাড়া অন্যান্য চরিত্রের নেপথ্য কন্ঠ দিয়েছেন- অ্যাঞ্জেলিনা জোলি, ইয়ান ম্যাকশেন, লুসি লিউ, সেথ রজেন, ডেভিড ক্রস, র‌্যান্ডাল ডাক কিম, জেমস হং, এবং জ্যাকি চ্যান।
ছবিটির চিত্রপট ছিলো প্রাচীণ চীনে, এবং কাহিনীটি হচ্ছে একটি পান্ডার, যে কি না কুংফু ওস্তাদ হতে ইচ্ছুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ