1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

ভারতে ম্যাগি বিতর্ক না মিটতেই বির্তকে এবার বিসলারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ১৪৯ Time View

ভারতের সাধারণ মানুষের আস্থা ভাঙল বিসলারি। গুণগত মানের পরীক্ষায় ডাহা ‘ফেল’ 18করল ‘বিসলারির বিশুদ্ধ পানীয় জল’। পরীক্ষায় পাশ করতে পরেনি সংস্থাটি। উত্তরপ্রদেশের একটি গবেষণাগারে পরীক্ষায় বিসলারির বোতলে অবাঞ্ছিত পদার্থ পাওয়া গিয়েছে৷ যা অত্যন্ত ক্ষতিকর৷ পানীয় জল সংস্থাটি সবক’টি গুণমান পরীক্ষায় ফেল করার পরেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে৷
ম্যাগি বিতর্ক মিটতে না মিটতেই বিতর্কে বিসলারির নাম৷ ম্যাগির মতোই এবারও বিসলারিতে অবাঞ্ছিত পদার্থের হদিশ প্রথম পেয়েছে উত্তরপ্রদেশের একটি গবেষণাগার৷ ইতিমধ্যেই বিসলারিকে নোটিস পাঠিয়েছে উত্তরপ্রদেশের খাদ্য দফতর৷ একমাসের মধ্যে সংস্থাটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ গত ১৮ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের একটি দোকানে অভিযান চালিয়ে বিসলারির পানীয় জলের বোতল আটক করে খাদ্য দফতর৷ তারপর সেগুলি পাঠানো হয় লখনউয়ের গবেষণাগারে৷ সেই গবেষণাগারের রিপোর্টেই জানা গিয়েছে, বিসলারির বোতলে কিছু ক্ষতিকর পদার্থের উপস্থিতি রয়েছে। অপরদিকে দীর্ঘ প্রতিক্ষার পর বুধবার ভারতীয় বাজারে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে ম্যাগি। তবে নেসলের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের ৮টি রাজ্যে আপাতত পাওয়া যাবে না ম্যাগি। কারণ সেই রাজ্যগুলিতে ম্যাগি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্ণাটকের নানজানগুড, পাঞ্জাবের মোগা এবংগোয়ার বাইচোলিম, আপাতত এই ৩টি স্থানেই ম্যাগি তৈরি করা হবে। এরপর হিমাচল প্রদেশ এবং উত্তরাখ-েও উৎপাদন ক্ষেত্র তৈরি করা হবে। এফএমসিজির তরফ থেকে জানানো হয়েছে, নেসলের ম্যাগিগুলি ৩টে ল্যাব থেকে পরীক্ষা নীরিক্ষা করার পর হাইকোর্টের তরফ থেকে অনুমতি নিয়েই বাজারে নিয়ে আসা হয়েছে। ন্যাশানাল এবং ইন্টারন্যাশানাল মিলিয়ে ৩ হাজার ৫০০টি টেস্টেও ১০ লক্ষ্যেরও বেশি নুডুলস প্রস্তুত করা হয়েছে। নতুন করে বাজার ধরতে এবার থেকে ম্যাগি নুডুলস পাওয়া যাবে অনলাইন শপিং সাইটেও।নেসলের ম্যাগি বাজার থেকে বন্ধ হয়ে যাওয়ার পর নেসলের রেট স্টক মার্কেটে কমে যায় অনেক বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ