1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা: নিহত ৪০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ১২১ Time View

গতকাল বৃহস্পতিবার নাইজেরিয়ার মাইদুগুরি নগরীর একটি মসজিদে ২ আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে। এই ঘটনায় মসজিদের সব মুসুল্লি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারাম প্রায়ই এই শহরে হামলা চালায়। ঘটনাস্থলের কাছেই অবস্থিত এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মুহতারি আহমাদু বলেন, ‘এই হামলায় মসজিদের সব মানুষ মারা গেছে। একজনও প্রাণে রক্ষা পায়নি।’fasdfgadf
আমাদু মারতে বলেন, ‘আমরা মসজিদের বাইরে ৪২ জনের মৃতদেহ দেখেছি।’ তিনি ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে লড়াইরত নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছেন। বার্তা সংস্থা এএফপি’র এক খবরে বলা একথা বলা হয়েছে। বোর্নো রাজ্য পুলিশ নিশ্চিত করেছে, যে মসজিদটিতে জোড়া বোমা হামলা চালানো হয়েছে।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘বিস্ফোরণের পর মসজিদটি ধসে গেছে এবং এই ঘটনায় নামাজরত বহু লোক আহতও হয়েছে। এই ঘটনায় আহতদের ইউএমটিএচ (ইউনিভার্সিটি অব মাইদুগুরি টিচিং হসপিটাল) এবং মাউদুগুরি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।’ হামলাকারীরা মুসুল্লি সেজে মসজিদে প্রবেশ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। প্রথম হামলাকারী মসজিদে প্রবেশ করেই শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার পর যখন অনেকে আহতদের সহায়তা করতে ঘটনাস্থলের দিকে ছুটে যায় ঠিক তখনই দ্বিতীয় হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
মারতে বলেন, ‘প্রথম বোমাটি বিস্ফোরণের পর যখন উদ্ধারকর্মী ও সহানুভূতিশীলরা ঘটনাস্থলে জড়ো হয়, তখন দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে তাদের অনেকেই নিহত হয়।’ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (গ্রিনিচ মান সময় ১৭৩০) মোলাইতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এই ঘটনার সঙ্গে বোকো হারামের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে। জঙ্গি সংগঠনটি ২০০২ সালে বোর্নো রাজ্যেই গঠিত হয়। প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ২৯ মে ক্ষমতায় আসার পর থেকেই নগরীটিতে উপর্যুপরি হামলা চালানো হয়েছে। বুহারি জঙ্গিবাদ নির্মূলের শপথ নিয়েছেন। বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ