1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

দিশার সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রেমিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৩৬ Time View

গত কয়েক মাস ধরেই বলিউডের অন্দরে খবর উড়ছে— ভেঙে গেছে টাইগার শ্রফ আর দিশা পাটানির প্রেম। এ সম্পর্ক ভাঙার পর সাইবেরিয়ার নাগরিক আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিশা। দুজনেরই শরীরচর্চার প্রতি ভালোবাসা; আর সেখান থেকেই ঘনিষ্ঠতা। তবে এসব বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তারা। অবশেষে দিশার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে মখু খুললেন অ্যালেক্স।
দিশার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক আলেকজান্ডার অ্যালেক্সের। ২০১৫ সালে দিশা ও আরো কয়েকজনের সঙ্গে ফ্ল্যাটও শেয়ার করেন তারা। বম্বে টাইমসের সঙ্গে আলাপকালে আলেকজান্ডার বলেন— ‘দিশা আমার কাছে পরিবারের সদস্যর মতো। প্রতিযোগিতামূলক এই ফিল্ডে যখনই প্রয়োজন হয়েছে আমরা একে-অপরকে পাশে পেয়েছি।’
‘গত কয়েক সপ্তাহ ধরে দেখছি, অনুমানের একটি খেলা চলছে। কিন্তু আমরা জানি সত্যিটা আসলে কী! আমি বুঝি না কিছু মানুষ অন্যের জীবন নিয়ে কেন অনুমান নির্ভর কথা বলে। কেন তারা অন্যকে শান্তিতে বাঁচতে দেয় না। এসব বিষয় দেখে আমরা খুব হাসাহাসি করি।’ বলেন অ্যাকেজান্ডার।
কেবল দিশা নয়, টাইগারেরও ঘনিষ্ঠজন আলেকজান্ডার। জ্যাকি পুত্র আর দিশার কি সত্যিই বিচ্ছেদ হয়েছে? এ বিষয়ে আলেকজান্ডার বলেন, ‘অন্যের বিষয়ে মন্তব্য করার আমি কেউ না। হ্যাঁ, এটা ঠিক যে, আমি দুজনেরই খুব ঘনিষ্ঠ। ওদের দুজনের সঙ্গেই হ্যাং আউট করি।’
২০১৬ সালে ‘বেফিকরা’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দিশা। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক এবং গোপনে ছুটি কাটানোর গুঞ্জন শোনা যায়। ২০১৮ সালে ‘বাঘি টু’ সিনেমায় কাজ করেন তারা। ২০২০ সালে টাইগারের ‘বাঘি থ্রি’ সিনেমার একটি আইটেম গানেও পারফর্ম করেন দিশা। এর মধ্যে বহুবার প্রেমের সম্পর্কের গুঞ্জনে খবরের শিরোনাম হয়েছেন এই যুগল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ