1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

আজ বিটিভিতে পরিবর্তনের দশম পর্ব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১০২ Time View

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের দশম পর্ব প্রচার হতে যাচ্ছে আজ রোববার (১৯ মার্চ) রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ৩টি গান, ১টি নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসঙ্গতি-ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত বেশ কিছু নাট্যাংশ দিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব।

অনুষ্ঠানটির উপস্থাপন আনজাম মাসুদ বলেন, ‘এটা স্বাধীনতার মাস মার্চ। তাই এবারের পরিবর্তনে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, প্রিয় মাতৃভুমি ও দেশপ্রেমের প্রাসঙ্গিক বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে।’

তিনি জানান, এবারের পর্ব দিয়ে বহুদিন পর জনপ্রিয় কন্ঠশিল্পী দিলরুবা খান কোনো ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাইলেন। পরিবর্তন অনুষ্ঠানে নতুন করে তিনি গেয়েছেন ‘পাগল মন’ গানটি। শ্রোতাপ্রিয় এ গানটি কথা লিখেছেন কায়সার আহমেদ, সুর করেছেন আশরাফ উদাস। গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত।

আবদুর রহমানের কথায় নিজের সুরে ফুয়াদ আল মুক্তাদির এর সংগীতে পরিবর্তনের এ পর্বে গান গেয়েছেন সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান। বর্তমান সময়ের আরেক প্রতিশ্রুতিশীল শিল্পী নাজু আকন্দ গেয়েছেন কবীর বকুলের কথায় শওকত আলী ইমনের সুর সংগীত পরিচালনায় একটি গান।

মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, প্রিয় মাতৃভুমি বাংলাদেশ নিয়ে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে রয়েছে একটি গীতি নৃত্যালেখ্য। পরিবেশনায় নৃত্যভুমির নৃত্যশিল্পীরা।

মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ বাংলাদেশসহ বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্নের সমন্বয়ে।

হজম আলী, শালা-দুলাভাই, মামা ভাগ্নে, মদন ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-ıখাচকাটা খাচকাটা’ ইত্যাদি নিয়মিত পর্বের পাশাপাশি সমাজের সমসাময়িক ঘটনাবলি নিয়ে রচিত ব্যাঙ্গাত্বক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন দিলু খান, মামুনুল হক টুুটুল,আফরোজা হাসান, লিটন খন্দকার, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, মামুন, নয়ন, শিউলী শিলা, শ্যামলী, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র, আল আমিন, বিটলু প্রমুখ নিয়মিত শিল্পীবৃন্দ অংশ নেবেন।

শাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ