1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন

নার্গিস ফাখরির প্রেম প্রেম খেলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮৭ Time View

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল-অভিনেত্রী নার্গিস ফাখরি বলিউডে এসে একের পর এক প্রেম-9wiadjsdasভাঙনের খেলায় মেতে উঠেছেন। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে তিনি পাঁচজন অভিনেতার সঙ্গে প্রেম করেছেন। তারা হচ্ছেনথ শহিদ কাপুর, রণবীর কাপুর, উদয় চোপড়া, ফারহান আখতার ও জন আব্রাহাম। কিন্তু কারো সঙ্গেই তার সম্পর্ক টেকেনি। ওয়ান ইন্ডিয়ার খবরে জানা গেছে, ২০১১ সালে ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নার্গিস। ক্যারিয়ারের প্রথম ছবিতে রণবীর কাপুরের বিপরীতে তাকে দেখা যায়। ছবি মুক্তির আগেই রণবীরের সঙ্গে নার্গিসের প্রেম নিয়ে গুঞ্জন ওঠে। তবে এক বছরের মধ্যেই তাদের প্রেমের অবসান ঘটে। এরপর ২০১৩ সালে নার্গিস তার দ্বিতীয় ছবি ‘ম্যাদ্রাস কাফে’তে অভিনয় করতে গিয়ে জন আব্রাহামের প্রেমে পড়েন। জনও বিপাশা বসুকে ভুলতে তাকে সঙ্গী করেন। কিন্তু মাস তিনেকের মধ্যেই দুজনের দুটি পথ দুদিকে বেঁকে যায়। পরে ‘হায়দার’ তারকা শহিদ কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান নার্গিস। সেই প্রেমও বেশি দিন টেকেনি। এরপর ফারহান আক্তার ও উদয় চোপড়ার সঙ্গেও তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। তবে বর্তমানে নার্গিস নিঃসঙ্গ জীবনযাপন করছেন। এ প্রসঙ্গে ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, আমি আমার জীবনটাকে স্বাধীনভাবে উপভোগ করছি। প্রেমের বিষয়টি আমার কাছে একঘেয়েমি মনে হয়। তবে আমার বিশ্বাস, আগের সব প্রেমিকই আমাকে এখনো ভালোবাসে। সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে নার্গিস ফাখরি দুটি ছবির শুটিং করছেন। এগুলো হচ্ছেথ ‘শাহাসাম’ (তামিল) ও ‘আজাহার (বলিউড)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ