1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

খেলরত্ন পেলেন সানিয়া মির্জা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ১১১ Time View

নয়াদিল্লি: খেলরত্ন হলেন সানিয়া মির্জা।ashbdkasjdsal

শনিবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে এই টেনিস সুন্দরীকে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ ‘রাজীব খেলরত্ন’ সম্মানে ভূষিত করল কেন্দ্র। এদিন সানিয়া মেরুণ রঙের শাড়ি ও গাঢ় নীল রঙের ব্লেজার পরেছিলেন। সানিয়ার নাম ঘোষণা হতেই করতালিতে গর্জে ওঠে রাষ্ট্রপতি ভবনের দরবার হল। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।

বস্তুত, লিয়েন্ডার পেজের পর সানিয়া দেশের দ্বিতীয় এবং প্রথম মহিলা টেনিসে প্লেয়ার যিনি এই সম্মান পেলেন। এর জেরে এদিন পদক, শংসাপত্র ও সাড়ে সাত লক্ষ টাকা পেলেন হায়দরাবাদী তনয়া। তবে, সানিয়ার এই সম্মান-প্রাপ্তি একেবারে বিতর্কহীন ছিল না। সানিয়ার নাম খেলরত্নের জন্য মনোনীত হওয়ার পরই কর্নাটক হাইকোর্টে ক্রীড়ামন্ত্রকের সুপারিশকে চ্যালেঞ্জ করেন এইচ এন গিরিশা। সেই মামলা এখনও চলছে।

যদিও, বিতর্ক নিয়ে না ভেবে এদিন সম্মান নিয়েই উৎফুল্ল দেখাল সানিয়াকে। জানালেন, এটা তার কাছে বিরাট সম্মানের। সোমবার থেকে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম- ইউএস ওপেন। পুরস্কার নেওয়ার জন্য মার্কিন মুলুক থেকে আসেন তিনি। সানিয়াকে এদিন শুভেচ্ছা জানান তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিকে, খেলরত্ন ছাড়াও এদিন অর্জুন ও দ্রোণচার্য সম্মানও প্রদান করা হয় জয়ীদের।-সংবাদসংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ