1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুল্যান্স

কোটিপতিরা ফুটপাতে

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০১৫
  • ৭৭ Time View

south africaদক্ষিণ আফ্রিকার সবথেকে ধনী এলাকা স্যান্ডটনে বহুজাতিক সংস্থার অফিস, পাঁচতারা হোটেল আর বিলাসবহুল শপিং মলের ছড়াছড়ি। অনেকেই এটিই আফ্রিকার ‘ওয়াল স্ট্রিট ’। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এলাকার ছবি পালটে গিয়েছে।  ফুটপাথে পাতা হচ্ছে কার্ডবোর্ডের বাক্স৷ হাড় -হিম ঠান্ডায় তারই মধ্যে একে একে ঢুকে পড়লেন প্রায় আড়াইশো জন সিইও৷ পরের বারো ঘণ্টা , খোলা আকাশের তলায় রাত কাটাতে৷

তিন ডিগ্রি সেলসিয়াসে তাদের সম্বল শুধু কম্বল, স্লিপিং ব্যাগ আর হট ওয়াটার বটল৷ খাবার বলতে শুধু স্যুপ আর কফি৷ সেলফোন ব্যবহারে অবশ্য বাধা ছিল না৷ আপত্কালীন ব্যবস্থার জন্য রাখা হয়েছিল স্বাস্থ্যকর্মীদের৷ অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ভোডাকম -এর শীর্ষকর্তা শামিল জুসাব , লনমিন -এর বেন মাগারো , বার্কলেজ আফ্রিকার মারিও র্যা মোস , প্রাইমিডিয়ার টেরি ভোকউইন প্রমুখ৷ ব্যাঙ্ক , শেয়ারবাজার , গাড়ি , প্রযুক্তি , সব ক্ষেত্রের কর্তারাই হাজির ছিলেন৷ শহরের মেয়র পার্কস তাউ -ও এই উদ্যোগে সামিল হন৷

গৃহহীনদের জন্য সচেতনতা বাড়াতে এবং তাদের জন্য অর্থ সংগ্রহ করতে এই অভিনব উদ্যোগ নিয়েছিল ৭০২ সান ইন্টারন্যাশনাল সিইও স্লিপআউট নামে একটি সংস্থা৷ তাদের শর্ত ছিল , প্রত্যেক শীর্ষকর্তাকে অন্তত  ৮২০০ ডলার দান করতে হবে। মোট অর্থসংগ্রহের পরিমাণ হতে হবে ২১ লক্ষ ডলার। এই অর্থ প্রদান করা হবে গার্লস অ্যান্ড বয়েজ টাউন নামে এক বেসরকারি সংস্থাকে৷ এদের ভরসাতেই বেঁচে আছেন দক্ষিণ আফ্রিকার ৩৫ ,০০০ গৃহহীন মানুষ৷ দক্ষিণ আফ্রিকায় এই উদ্যোগ প্রথম হলেও , সংস্থাটি ব্রিটেন , আমেরিকা , কানাডা , অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে একই ভাবে গৃহহীনদের জন্য অর্থ সংগ্রহ করেছে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ