1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

কিশোরীদের আতঙ্কের আরেক নাম ‘সিরিয়াল মলস্টার’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
  • ৯৬ Time View

serial molstarগত একবছপরে বিভিন্ন জায়গা থেকে অন্তত ২৪ জন কিশোরীকে  অপহরণ করে শ্লীলতাহানি করেছে ‘সিরিয়াল মলস্টার’ হিসেবে পরিচিত আয়াজ মহম্মদ আলি আনসারি।

৩২ বছর বয়সি আয়াজ মহম্মদ আলি আনসারিকে মুম্বইয়ের খার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধেতেরোটি এফআইআর দায়ের করা হয়েছে বিভিন্ন থানায়। মূলত সাত থেকে ষোল বছর বয়সি কিশোরীরাই আয়াজের হিংস্রতার শিকার হত।

মুম্বইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার নেতৃত্বে একটি দল বুধবার খার অঞ্চল থেকে স্যাকের্ড হার্ট স্কুলের কাছ থেকে তাকে গ্রেফতার করে। অভিযুক্ত আনসারি ২৪জন কিশোরীর ওপর অত্যাচার চালানোর কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্র মারফত্।

১৩ বছরের এক কিশোরী আনসারির সর্বশেষ শিকার হয়েছে। তাকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় পাকরাও করে আনসারি। ঘটনাটি ঘটে গত ৭এপ্রিল।

এরপরই মুম্বই পুলিশ কমিশনার বিভিন্ন থানায় খবর পাঠায় অভিযুক্তের ব্যাপারে। আনসারি শুধু শ্লীলতাহানি নয়, মোবাইল, সোনার গয়নাও চুরি করত। তদন্তের স্বার্থে সম্ভাব্য এক চোখ কানা চল্লিশজন ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু কোনও সূত্র পায় না। তারপর সমস্ত আক্রান্তদের সঙ্গে ফের যোগাযোগ করে নতুন করে অভিযুক্তের স্কেচ তৈরি করে পুলিশ। তারপর সমস্ত থানায় সেই স্কেচ পাঠানো হয়।

অবশেষে ডিএন নগর থানায় খবর যায় ওই রকম দেখতে একজন ব্যক্তি আন্ধেরি এলাকার গিলবার্ট হিল অঞ্চলে থাকে। তারপরই পুলিশ অভিযুক্তের বাড়িতে যায়। যদিও সেখানে তাকে প্রথমে পাওয়া যানি। অবশেষে খার এলাকা থেকে বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার সময় তার সঙ্গে ছিল একটি আইফোন। এই আইফোনটি অভিযুক্ত সেদিনই দুপুরে চুরি করে।

এর আগে মালাড থানার পুলিশ গত বছর জানুয়ারি মাসে আনসারিকে চুরির দায়ে গ্রেফতরা করেছিল। ছ’মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পায় আনসারি। আনসারি জানিয়েছে, প্রত্যেক নাবালিকাকেই তিনি তার বাবার পরিচিত বলে প্রথমে পরিচয় দিতেন। তারপর তাদের বিশ্বাস অর্জন করে, কোনও ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ