বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ন খান এখন লন্ডনে পড়াশুনা করছেন। এর মধ্যেই তার চেহারা মেয়েমহলে দারুণ জনপ্রিয় হয়ে পড়েছে। সম্প্রতি দুটি মেয়ে তাকে চুমু খাচ্ছে- মোবাইলে তোলা এমন একটি ছবি ওয়েবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শাহরুখ খান কি এই ছবি দেখে খুশি হয়েছেন? হয়তো বা।
ছেলের সাথে কিছু সময় কাটাতে সম্প্রতি শাহরুখ খানও লন্ডনে গিয়েছিলেন। পরে তিনি ট্যুইট করেছেন : ছেলেকে স্কুলে দিয়ে আসার ঘটনা আমাকে অত্যন্ত গর্বিত করেছে। আমি ফিরে গেলে তুমি আমাকে মিস করবে।
তবে ছেলে কিন্তু খুশি আছে। সে তার কিশোর বন্ধুদের সাথে আনন্দময় ছুটি কাটানোর কথা ট্যুইট করেছে উচ্ছ্বাসের সাথে।
শাহরুখ খান তার ছেলেকে নিয়ে গর্বিত হতে পারেন। তবে ফেসবুকে তাকে নিয়ে তিনি তার উদ্বেগও চেপে রাখেননি। বলেছেন : এটা ভাবাই স্বাভাবিক যে বাচ্চাটা পার্টিতে নিজেকে সামাল দিতে পারবে না, ভালো হতো যদি আমি ছদ্মবেশে সেখানে উড়ে গিয়ে তার দেখাশোনা করতে পারতাম।