‘হত্যা-বোমাবাজির স্পষ্ট দলিল আছে, কাউকে ছাড় নয়’

‘হত্যা-বোমাবাজির স্পষ্ট দলিল আছে, কাউকে ছাড় নয়’

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ১৮ ডিসেম্বর বোমাবাজির ঘটনার স্পষ্ট দলিল আছে। তদন্তে নাম বেরিয়ে আসলে জড়িতরা যতো বড় নেতাই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত একটি আলোচনা সভায় কামরুল বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য বিদেশী গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে বিএনপি-জামায়াত চক্র রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি ও মানুষ হত্যা করেছে।’

ওই দিন প্রধান বিরোধী দল বিএনপি রাজধানীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে। একই দিন কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং মতিঝিলে একজনের মৃত্যু ঘটে।

ওই দিনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট দলিল আছে কারা ওই হত্যা ও বোমাবাজির সঙ্গে জড়িত। তদন্তে নাম বেরিয়ে এলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ পুর্নবাসন সংস্থার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক আলোচনার আয়োজন করে সংস্থাটি।

কামরুল বলেন, ‘একাত্তরের ঘাতকদের বিচার করা এখন সব চেয়ে জরুরি। জনগণ আমাদের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য রায় দিয়েছে। গোলাম আযমসহ ৭ জনের বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না জেনে বিএনপি-জামায়াত চক্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা কুটকৌশল করছে।’

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে চাই না। তবে সন্ত্রাস-নৈরাজ্য করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না।’

সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, ‘জনগণ ১০ ভাগের ৯ ভাগ আসন দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমাদের ওপর দায়িত্ব অর্পণ করেছে, বিচার হবেই।’

‘একাত্তরে খালেদা জিয়া ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর মনোরঞ্জন করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন’ বলেও মন্তব্য করেন এই প্রতিমন্ত্রী।

সংস্থার সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে অলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায়, ঢাকা মহানগর কমিটির যুগ্ম-সম্পাদক হাজী মুহম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগাঠনিক সম্পাদক এম এ করীম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পদক অরুণ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর