মাউশির ডিজি নেহাল আহমেদের পদোন্নতি

মাউশির ডিজি নেহাল আহমেদের পদোন্নতি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- অধ্যাপক নেহাল আহমদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

মাউশি অধিদফতরের বর্তমান মহাপরিচালক একজন প্রফেসর অর্থাৎ গ্রেড-৪ এর মর্যাদাপ্রাপ্ত। গ্রেড-১ পাওয়ার পর তিনি এখন সচিব সমমর্যাদার।

২০২২ সালের জানুয়ারিতে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পান অধ্যাপক নেহাল আহমেদ। এখন পূর্ণ দায়িত্ব পেলেন। আগামী মাসে তার চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষা প্রশাসনে আলোচনা আছে তাকে চুক্তি ভিত্তিতে একই পদে রাখা হতে পারে।

মাউশির মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে অধ্যাপক নেহাল আহমেদ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ শীর্ষ খবর