1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

কৃতকর্মের জন্য ক্ষমা চাইছেন তেভেজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৯৯ Time View

আর্জেন্টিনোস জুনিয়র্সের মিডফিল্ডার ইজেশুইয়েল হ্যামের পা ভেঙে গিয়েছে ৷ কারন-কার্লোস0ij.'dasdasd তেভেসের জঘন্ন একটা ট্যাকলে। নিজের এই কাজের জন্য এবার ক্ষমা চেয়েছেন ওই ম্যাচে জোড়া গোল করে বোকা জুনিয়র্সকে জেতানো আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে সেই ম্যাচটি ৩-১ গোলে জেতে তেভেসের দল বোকা। ম্যাচে কড়া ট্যাকেলের জন্য তেভেজকে কোনও কার্ড দেখাননি রেফারি৷
কিন্তু ম্যাচ শেষে হ্যামের পা ভেঙে যাওয়ার ঘটনাটি জানতে পেরে অনুতপ্ত মেসির সতীর্থ ৷ এ মরশুমেই জুভেন্টাস ছেড়ে বোকাতে নাম লিখিয়েছেন তেভেজ৷ তিনি বলছেন, ‘আমি ইচ্ছে করে ওকে আঘাত করিনি। আমি দু:খিত। কারণ আমি কখনই চাইনি ও আঘাত পাক। আমি জীবনে কখনও কাউকে আঘাত করিনি ৷ এটাই আমার প্রথম। আমি হ্যামকে দেখতে যাব এবং গিয়ে ক্ষমা চাইব ৷ এটাই আমার করণীয়৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ