1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

ভারতের বাজারে বিশুদ্ধ ‘ম্যাগি’ আনলেন রামদেব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১২৬ Time View

জল্পনা চলছিলই৷বাজারে ম্যাগি ফিরে আসার আগেই ‘আটা ন্যুডলস’ আনলেন যোগগুরু রামদেব৷ তাঁরই কোম্পানি পতঞ্জলি তৈরি করেছে এই ন্যুডলস৷ গতকাল বৃহস্পতিবার uasjdlas''হরিদ্বারে এক অন্ষ্ঠুান থেকে এটি বাজারে আনেন রামদেব৷ এদিন তিনি বলেন, ‘ভুলে যাবেন না, এটি আটা দিয়ে তৈরি’৷ পতঞ্জলির তৈরি এই ন্যুডলসকে ‘স্বদেশি’ বলেও উল্লেখ করেন তিনি৷ যোগগুরু আরও বলেন, ‘আমার ন্যুডলসে ময়দা নেই এবং ম্যাগির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে মায়েরা শিশুদের খাওয়াতে পারবেন৷’
শুধু তাই নয়, বাজারে শিশুদের জন্য বাজারে হেল্থ ড্রিংক আনার কথাও এদিন ঘোষণা করেন তিনি৷ সঙ্গে তাঁর আবেদন, ‘আমি চাই প্রত্যেক ভারতীয় বিদেশি কোম্পানির তৈরি বিষাক্ত দ্রব্যের বদলে স্বদেশি দ্রব্যের ব্যবহার বাড়াক৷’ উল্লেখ্য, কয়েকদিন আগেই ম্যাগির উপর থেকে বম্বে হাইকোর্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই এই বছরের শেষে তা ফের বাজারে আনতে উদ্যোগী হয় নেসলে ইন্ডিয়া৷তবে, তার আগেই বাজারে ‘আটা ন্যুডলস’ এনে বাজিমাত করলেন রামদেব৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ