শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় ‘বার্ডস গার্মেন্টস’ নামে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বুড়ির বাজার এলাকার ওই কারখানার মূল ফটকে অনির্দিষ্টকাল বন্ধের নোটিস টানিয়ে দেয়া হয়।
শিল্প পুলিশ জানায়, নতুন বেতন কাঠামোর দাবিতে গত তিন দিন ধরে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিল। কিন্তু শ্রমিকদের সাথে আলোচনার পর কোন সমাধান না হওয়ায় সকালে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিস টানিয়ে দেয় মালিকপক্ষ। সকালে শ্রমিকরা কারখানা বন্ধের নোটিস দেখতে পেয়ে বিক্ষোভ করলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তফিজুর রহমান বলেন, ‘শ্রমিকরা অযোক্তিক আন্দোলন করায় মালিকপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।’