1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

‘বিয়ের বদলে লিভ টুগেদার’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ৯৯ Time View

kat_ranবিপাশা-হারমান ও রণবীর-ক্যাটরিনার মাঝে অনেকগুলো মিল রয়েছে। এই মুহূর্তে তাদের  সবচাইতে বড় মিল কী বলতে পারেন? তাদের আছে প্রাক্তন প্রেমের বড় সর্বনাশা ইতিহাস।

সবাই জানে জন আব্রাহামের সাথে বিপাশার বহু বছরের লিভিং টুগেদারের কথা। আর ক্যাটরিনা-সালমান? তাদের তুমুল প্রেমের কথাও কারো অজানা নয়।

হারমানের সাথে প্রিয়াংকা ডুবে ডুবে পানি খেলেও, দীপিকার মন ভাঙার ইনিংস রণবীর খেলেছেন পুরো বলিউডের সামনেই। এই চারজনই প্রেমের দুনিয়ার পাক্কা “খিলাড়ি”, লিভ টুগেদার করা নিয়ে বিশেষ সংকোচ নেই তাদের।

হ্যাঁ, এবারো তারা সেটাই করতে চলেছেন। রণবীর-ক্যাটরিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিয়ে করছেন না তারা। এমনকি আগামী কিছু বছরের মাঝেও নাকি বিয়ে করার প্ল্যান নেই তাদের। এমনকি মিডিয়ার সামনে আজকাল নিজেদের প্রেমের প্রসঙ্গে “ব্রেকআপ” সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন তারা। অথচ আসল খবর হচ্ছে বাড়ি ছেড়ে দিচ্ছে রণবীর কাপুর, এবং তিনি ও ক্যাটরিনা মিলে আজকাল ফ্ল্যাট দেখে বেড়াচ্ছেন। কেন? কেন আবার! এক সাথে বসবাস করার জন্য!

এদিকে কিছুদিন আগেই জানা গেলো বিয়ে করতে যাচ্ছেন বিপাশা ও হারমান, এবং তাদের বাগদান নাকি এই এপ্রিলেই। অথচ এপ্রিল শুরু হয়ে মাস প্রায় শেষের দিকে, বাগদানের কোনো খোঁজ নেই! অন্যদিকে এই জুটিও বেশ জোরেসোরে ফ্ল্যাট খুঁজে বেড়াচ্ছেন একসাথে বসবাস করার জন্য। বিপাশার জন্য অবশ্য এটা নতুন কিছু নয়। জন আব্রাহামের সাথে বহু বছর লোভ টুগেদার করেছেন তিনি। সময়টা এত দীর্ঘ যে তাঁদের সম্পর্ক ভাঙনকে “ব্রেকআপ” না বলে “ডিভোর্স” বলাটাই সম্ভবত বেশি মানানসই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ