উপসাগরীয় আরব দেশগুলো থেকে সিরীয় রাষ্ট্রদূত বহিষ্কার

উপসাগরীয় আরব দেশগুলো থেকে সিরীয় রাষ্ট্রদূত বহিষ্কার

উপসাগরীয় আরব দেশগুলো থেকে সিরিয়ার রাষ্ট্রদূতদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূতদেরও ফিরিয়ে আনা হচ্ছে।

উপসাগরীয় সাহায্য-সহযোগিতা কাউন্সিল জানায়, সিরিয়ায় ১১ মাসের রক্তপাত বন্ধে আরব লীগের দেওয়া ক্ষমতা হস্তান্তর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিরিয়া।

এদিকে যুক্তরাষ্ট্রও সোমবার তার রাষ্টদূতকে দেশে ডেকে পাঠিয়েছে। অন্যান্য ইউরোপিয় দেশগুলোও একই অবস্থান বজায় রেখেছে।

সিরিয়ার শহর হোমসে সরকারি বাহিনী কর্তৃক টানা পাঁচ দিন ধরে চলা আক্রমনের প্রতিবাদ হিসেবেই উপসাগরীয় দেশগুলো এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এখন সিরিয়াতে অবস্থান করছেন। সিরিয়াতে অবস্থানকালে তিনি প্রেসিডেন্ট আসাদ এবং অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

লাভরভের সঙ্গে আলোচনা পরবর্তীতে প্রেসিডেন্ট আসাদ এক ঘোষণায় বলেন, ‘দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যা কিছু করতে হয় তাই করা হবে। দেশের সংবিধান পুনর্গঠনে কাজ করা হবে।’

আন্তর্জাতিক