1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

থ্রিডি টিভি, থ্রিডি প্রিন্টারের পর এবার থ্রিডি টুথ ব্রাশ!

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০১৩
  • ১০২ Time View
3d_teethপ্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে অনেক কিছুই। প্রযুক্তর ছোঁয়ায় বদলের হাওয়ায় থ্রিডি টিভি, থ্রিডি প্রিন্টারের পর এ বার এসেছে থ্রিডি টুথব্রাশ! এখন থেকে আপনার সকালটাই শুরু হবে সময় বাঁচানোর মধ্যদিয়ে।

হ্যাঁ, সকালে উঠে আর দাঁত মাজতে গিয়ে হাত ব্যথা করতে হবে না। থ্রিডি টুইব্রাশ স্রেফ একবার কামড় লাগান, আর মাত্র ৬ সেকেন্ডে একেবারে ঝকঝকে দাঁত পেয়ে যাবেন। এমনই দাবি করলেন থ্রিডি টুথব্রাশ কোম্পানির মালিক ব্লিজডেন্ট।

এই থ্রিডি টুথ ব্রাশের মাধ্যমে অনেক সময় বাঁচাবে। ডাক্তাররা বলেন, অন্তত তিন মিনিট ধরে সঠিক প্রক্রিয়ায় দাঁত মাজা উচিত। কিন্তু থ্রিডি টুথব্রাশে মাত্র ৬ সেকেন্ডেই একেবারে সঠিক প্রক্রিয়ায় দাঁত মাজা হয়ে যায়। অনেকসময় বিজ্ঞাপনে বলে না, দাঁতের কণায় কণায় গিয়ে পরিষ্কার করে, বাস্তবে তো সেটা হয় না। কিন্তু থ্রিডি টুথব্রাশে সেটা সম্ভব হয়। তবে যেহেতু এটি থ্রিডি টুথ ব্রাশ তাই এর দামটাও একটু বেশি। দাম নির্ধারন করা হয়েছে ৩০০ ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ