বন্দি সাগরকে ইসরায়েল থেকে ফিরিয়ে আনল আইসিআরসি

বন্দি সাগরকে ইসরায়েল থেকে ফিরিয়ে আনল আইসিআরসি

ঢাকা:ইসরায়েলে বন্দি থাকা সাগর আহমেদ নামে এক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।

রোববার ভোরের দিকের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

২০১০ সালের আগস্টে ইসরায়েলি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বন্দি হয়ে রামাল্লায় একটি ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। ত্রিশ বছর বয়সী সাগরের বাড়ি হবিগঞ্জে।

লিবিয়া থেকে মিশর হয়ে ইসরায়েলে প্রবেশের পর আটক হন সাগর।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) হেড অফ ডেলিগেশন ক্রিস্টফ ভগট্ রোববার বাংলানিউজকে এতথ্য জানান।

তিনি বলেন, ‘আইসিআরসির একজন প্রতিনিধি রামাল্লার ওই ডিটেনশন সেন্টার পরিদর্শনের সময় তার মাধ্যমে সাগর দেশে ফেরার জন্য আইসিআরসির প্রতি আবেদন জানান।’

ক্রিস্টফ বলেন, ‘আমাদের কাজের ধারা অনুযায়ী আমরা একটি ট্রাভেল ডক্যুমেন্ট ইস্যু ও তার দেশে ফেরার ব্যবস্থা করি।’

তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ এবং স্বাধীন মানবিক সংগঠন হিসেবে আইসিআরসি ভবিষ্যতেও এই ধরনের কাজে ভূমিকা রাখতে সব সময়ই তৈরি।’

এদিকে আইসিআরসির ঢাকা অফিস জানায়, দেশে নিয়ে আসার আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক জিয়াউল হক সিলেট বিভাগের হবিগঞ্জে সাগরের পরিবারের সঙ্গে দেখা করেন।

এ সময় সাগরের পরিবারের সদস্যরাও তাকে ফিরিয়ে আনতে আইসিআরসিকে অনুরোধ জানান।

জিয়াউল হক বলেন, ‘যখন সাগরের পরিবারকে জানানো হলো যে তারা তাদের ছেলেকে আবার দেখতে পাবে, সত্যি এটি ছিল একটি অভাবনীয় ও বিস্ময়কর মুহূর্ত!’

তিনি আরও বলেন, ‘আমি আসলেই সেই দিনটির জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না যে কখন আবার তাদের পুনমির্লন ঘটবে।’

আইসিআরসি বাংলাদেশে হেড অফ ডেলিগেশন ক্রিস্টফ ভগট্ জানান, আইসিআরসি বিশ্বজুড়ে কারাগারগুলো পরিদর্শন করে থাকে। এর মাধ্যমে তারা কারাগারে আটক বন্দিদের সঙ্গে মানবিক আচরণ করা হচ্ছে কী না বা তা তা আন্তর্জাতিক মান অনুযায়ী করা হচ্ছে কী না এ ব্যাপারে নিশ্চিত হতে চায়।
কোনও ধরণের অত্যাচার বা অন্যায়-আচরণ প্রতিহত করতেও এ পরিদর্শন ভূমিকা রাখে।

তিনি বলেন, ‘আইসিআরসি পরিদর্শনের সময় প্রাপ্ত তথ্যগুলো নিয়ে গোপনীয়তার সাথে শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। এই পরিদর্শনের সময় আইসিআরসি ডেলিগেটরা বিদেশি বন্দিসহ বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার নিয়ে থাকে।’

প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে আইসিআরসি বাংলাদেশে কাজ করছে। তারা বিভিন্ন ধরনের সংঘাতজনিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগণকে সহযোগিতা প্রদান এবং কর্তৃপক্ষ, সশস্ত্রবাহিনী ও নিরাপত্তাবাহিনীসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে আন্তর্জাতিক মানবিক আইন প্রচার করছে।

সেই সঙ্গে আইসিআরসি দেশের প্রাকৃতিক দুর্যোগ এবং সংঘাতজনিত পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সামর্থ্যকে জোরদার করতে সহযোগিতা করে।

বাংলাদেশ