1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ আছে: এনবিআর চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১২
  • ১০১ Time View

বিদ্যমান আয়কর আইনের ১৯ নম্বর অনুচ্ছেদে নির্দিষ্ট  কোনো আয়ের উৎস না দেখিয়ে আয়কর দেওয়ার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে আয়কর হার হবে ২৫ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ সোমবার এনবিআর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

চলতি বছরে কি পরিমাণ কালো টাকা সাদা হয়েছে এবং এর মাধ্যমে কত টাকা রাজস্ব আদায় হয়েছে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন,  ‘১৫ জুলাই নাগাদ এ সুযোগ শেষ হবে। তার পরেই সব জানা যাবে।’

এসময় উপস্থিত ছিলেন এনবিআর সদস্য মো. নাসির উদ্দিন,  মো. শাহজাহান,  মো. শাহ আলম খান, আলাউদ্দিন ও অমিনুল করিম।

এর আগে চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম ৯ মাসের রাজস্ব আদায় পরিস্থিতি অবহিত করে তিনি বলেন, ‘২০১১-১২ অর্থবছরের প্রথম ৯ মাস অর্থৎ এ পর্যন্ত সময়ে মোট ৬২ হাজার ৭৩৭ কোটি ২৯ লাখ টাকা রাস্ব আদায় হয়েছে। এর মধ্যে আয়কর আদায়ে প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। আর আসছে ২০১২-১৩ সালে রাজস্ব আদায়ের সম্ভাব্য লক্ষ্য হচ্ছে ১ লাখ ১২ হাজার ৩৫০ কোটি টাকা।’

এ লক্ষ্য সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি।

প্রবৃদ্ধি কম হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এনবিআরের প্রবৃদ্ধির হিসাব করা হয় পয়েন্ট টু পয়েন্ট, যে কারণে গত অর্থবছরে বেশি প্রবৃদ্ধি হওয়ায় চলতি বছরে একই হারে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়নি। তবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে আমাদের কোনো সমস্যা হবে না। আশা করছি এবারও লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে।’

সারচার্জ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘২০১১-১২ অর্থবছরে নতুন করে এ কর আরোপ করা হয়েছে। যাদের ২ কোটি টাকার ওপরে সম্পদ রয়েছে তাদের ওপর এ চার্জ আরোপ করা হয়। এ খাত খেকে এখন পর্যন্ত মোট ৬৫ কোটি ৫০ লাখ টাকা আদায় হয়েছে। আরো সময় রয়েছে, আশা করছি এ সময়ের মধ্যে সারচার্জ আদায় বাড়বে।’

কাস্টমস হাউজ অটোমেসনের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এখন পর্যন্ত দু’টি বন্দরের অটোমেশনের কাজ হয়েছে। ডিসেম্বর নাগাদ আরো পাঁচটি কাস্টমস হাউজের অটোমেশনের কাজ সমাপ্ত হবে। এছাড়া কম্পিউটার জেনারেটেড ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) চলতি বছরের শেষ নাগাদ চালু করা সম্ভব হবে।’

পাশাপাশি এনবিআরকে পুরোপুরি অটোমেশনের কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি।

প্রতিটি টিআইএনধারীর নূণ্যতম কর আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করা হবে কি-না জানতে চাইলে এনবিআর সদস্য অমিনুল করিম বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে টিআইএনধারীদের কর প্রদানে উৎসাহিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

টিন নাম্বার আছে অথচ কর দিচ্ছে না এমন টিনধারীর সংখ্যা ১৮ লাখ। তাদের বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হবে কি না- এ বিষয়ে এনবিআর এর অপর সদস্য আলাউদ্দিন বলেন, ‘এমন টিনধারীদের যারা একেবারেই কর দেন না, এবং যারা কিছু পরিমাণ দিচ্ছেন সে হিসেবে দুই ভাগে ভাগ করে তাদের কর না দেওয়ার কারণ অনুসন্ধানের কাজ চলছে।’

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘চলতি বছরে ৪৬ হাজার ৭০০ জন নতুন করদাতা শনাক্ত করা হয়েছে। স্পট এসেসমেন্টের জন্য ২০৬ টি স্পট নির্ধারণ করা হয়েছে। ১৪৪ টি স্পট এসেসমেন্টের মাধ্যমে ১ কোটি ৯০ লাখ টাকা আদায় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ