1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না : জামায়াত আমির বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল : সালাহউদ্দিন আহমদ ৫ সেটের লড়াইয়ে সিনারকে হারিয়ে স্বপ্নের ফাইনালে জোকোভিচ ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ নিজস্ব সক্ষমতা বৃদ্ধিই আধিপত্যবাদ মোকাবিলার একমাত্র সমাধান : নাহিদ ইসলাম ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ সোমালিয়াতে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি : তারেক রহমান

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না : জামায়াত আমির

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না। রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে; তা আর এদেশের জনগণ দেখতে চায় না। মেধা ও যোগ্যতা থাকলে একজন রিকশাওয়ালাও রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন।’

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউনহল ময়দানে মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এদেশে সবচেয়ে মজলুম দলের নাম জামায়াত। বিচারের নামে আর কোনো দলের সিনিয়র নেতাদের খুন করা হয়নি, অফিস তালা মেরে রাখা হয়নি, নিবন্ধন কেড়ে নেওয়া হয়নি, নিষিদ্ধ করা হয়নি। এগুলো চলেছে জামায়াতে ইসলামীর ওপর। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্ট আল্লাহ তাআলার এক অশেষ নেয়ামত। আমরা প্রতিশোধপরায়ণ হব না ঘোষণা দিয়েছিলাম। তবে ভিকটিম পরিবার আইনি লড়াই করলে আমরা সহযোগিতা করব। আমরা জুলাই শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছি, তাদের দুঃখের ভাগ নিয়েছি।
জুলাই শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা এই ময়দানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি।

চাঁদাবাজি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতি—কেউই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। আমরা চাই না আবার চাঁদাবাজি ফিরে আসুক, ফ্যাসিবাদী শক্তি ফিরে আসুক। এ জন্য জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিন। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ, চাঁদাবাজদের অস্তিত্ব রাখব না।

‘বিগত সময়ে শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও দেশ ছাড়িনি’ বলে মন্তব্য করে তিনি বলেন, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব ইনশাআল্লাহ। আমরা মজলুম ছিলাম, মজলুমের দুঃখ আমরা বুঝি। এ জন্য আমরা কখনো জালিম হব না।

দেশব্যাপী নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, আর যদি কোনো মা-বোনের গায়ে হাত দেওয়া হয় তাহলে আমরা তাদের ছেড়ে কথা বলব না। মা-বোনরা কোনো জুজুর ভয় পাবেন না। কোনো ভয়-ভীতিতে থেমে যাবেন না। আপনারা ন্যায়ের পক্ষে ভোট দিন।

যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, কোনো যুবকের হাতে বেকার ভাতা তুলে দেব না। যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করে সম্মানের জায়গায় বসাব।

সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, মিডিয়া জাতির চোখ, জাতির দর্পণ। কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন, কেউ যেন দুর্নীতির পক্ষে না থাকেন। আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, ন্যায়ের পক্ষে থাকেন। কিছু মিডিয়া হাউজ নিয়ে কথা হচ্ছে। তাদেরকে বলব আপনারা নিউজ ঘুরিয়ে দিয়েন না, সত্যটা তুলে ধরেন।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেত্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধান।

এ সময় কুমিল্লা ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল, ৩ আসনের প্রার্থী ইউসুফ সোহেল, ৫ আসনের প্রার্থী ড. মোবারক হোসেন, ৮ আসনের প্রার্থী ড. শফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাহবুবুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ