1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ এপ্রিল, ২০১২
  • ৫৯ Time View

আমানত সংগ্রহের চেয়ে ঋণ দিতে ঝুঁকছে কিছু ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে দেখা গেছে, সর্বশেষ মার্চ মাসে এসে ১৮টি ব্যাংক যে পরিমাণ আমানত সংগ্রহ করেছে, ঋণ বিতরণ করেছে তার চেয়ে বেশি। আমানত সংগ্রহ বাড়াতে পারছে না ঐ ব্যাংকগুলো। অথচ বেড়েছে ঋণ বিতরণ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, আমানতের তুলনায় ঋণ বেড়েছে সেই তালিকায় আছে নয়টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে আবার ৫টিই করছে ইসলামী ব্যাংকিং। এমন তালিকাতে আছে রাষ্ট্রীয় মালিকানাধীন ৩টি ব্যাংকও।

রাষ্ট্রীয় মালিকানার বিশেষায়িত খাতের ৩টি ব্যাংক ও বিদেশি মালিকানার ৩টি এই তালিকাতে রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর বাংলানিউজকে জানান, সম্প্রতি কিছু ব্যাংক এমন ঝুঁকি ব্যাংকিং এর দিকে যাচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক বিষয়টি কঠোর ভাবে তদারকি করছে। ইতোমধ্যে যাদের কার্যক্রমে এমন তথ্য পাওয়া গেছে তাদেরকে লিখিত ভাবে জানানো হয়েছে।

তথ্য মতে, আমানত নিয়ে সবচেয়ে বিপাকে জনতা ব্যাংক লিমিটেড। এ সময়ে একদিকে ব্যাংকটির ৬ দশমিক ৭৩ শতাংশ আমানত কমেছে, অন্যদিকে ঋণ বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ। রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংকে এ সময়ে আমানত  বেড়েছে মাত্র দশমিক ১৭ শতাংশ। অথচ ব্যাংকটির ঋণ বেড়েছে ৪ দশমিক ৩৭ শতাংশ। অগ্রণী ব্যাংকে দশমিক ৯১ শতাংশ আমানত কমলেও ঋণ বেড়েছে এক দশমিক ৮ শতাংশ।

এ সময়ে বেসরকারি খাতের পূবালী ব্যাংকের আমানত বেড়েছে ২ দশমিক ১৩ শতাংশ, ঋণ  বেড়েছে ৩ দশমিক ৭৭ শতাংশ। ঢাকা ব্যাংকের আমানত কমেছে এক দশমিক ০৩ শতাংশ, ঋণ বেড়েছে ৩ দশমিক ১৩ শতাংশ। সোস্যাল ইসলামী ব্যাংকের আমানত  বেড়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ, ঋণ বেড়েছে ৬ দশমিক ২১ শতাংশ। ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ২ দশমিক ৮২ শতাংশ, ঋণ বেড়েছে ৬ দশমিক ৭৪ শতাংশ। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ৮ দশমিক ০৮ শতাংশ, ঋণ বেড়েছে ১০ দশমিক ৪৫ শতাংশ।
ডাচ-বাংলা ব্যাংকের আমানত বেড়েছে এক দশমিক ৭৪ শতাংশ, ঋণ বেড়েছে ৩ দশমিক ১৬ শতাংশ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ৪ দশমিক ৩৮ শতাংশ, ঋণ বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ।
এছাড়া শাহজালাল ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ৬ দশমিক ৫২ শতাংশ আর ঋণ  বেড়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ।

বিদেশি মালিকানার হাবিব ব্যাংকের দশমিক ৭৬ শতাংশ আমানত কমলেও ঋণ বেড়েছে ৬ দশমিক ৮৪ শতাংশ। সিটিব্যাংক এনএর আমানত বেড়েছে ২ দশমিক ৪৬ শতাংশ, ঋণ বেড়েছে ১৫ দশমিক ৪৯ শতাংশ। উরি ব্যাংকের আমানত বেড়েছে ১০ দশমিক ২১ শতাংশ আর ঋণ বেড়েছে ১২ দশমিক ৯৫ শতাংশ।

এছাড়া রাষ্ট্রীয় মালিকানার বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের আমানত বেড়েছে ২ দশমিক ৫৩ শতাংশ, ঋণ বেড়েছে ৩ দশমিক ০৭ শতাংশ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৪ দশমিক ০৩ শতাংশ আমানত কমলেও ঋণ বেড়েছে ৫ দশমিক ৪৫ শতাংশ। বাংলাদেশ  ডেভেলপমেন্ট ব্যাংকের আমানত যেখানে ২৩ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে ঋণ বেড়েছে ৩৬ দশমিক ৬৫ শতাংশ।

অপরদিকে, গত ডিসেম্বরের তুলনায় মার্চ মাসে আমানত সংগ্রহ কমেছে ১২টি ব্যাংকের। আমানত কমার তালিকায় আছে রাষ্ট্রীয় মালিকানার অগ্রণী ও সোনালী ব্যাংক। বেসরকারি খাতের নয়টি ব্যাংকের একই চিত্র।
সেখানে রয়েছে, সিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ কমার্স, ব্যাংক এশিয়া ও প্রিমিয়ার ব্যাংক। বিদেশি মালিকানার হাবিব ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। রাষ্ট্রীয় মালিকানার বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ