1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

নামিদামি ডিপার্টমেন্টাল স্টোরে নিম্নমানের পণ্য, ৫ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১২
  • ৮৮ Time View

কাপড়ের রঙ ও নিম্নমানের ফ্লেভার, আটা, চকপাউডারসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে পণ্য উৎপাদনের অভিযোগে রাজধানীর আইডিয়াল এগ্রো ফুড প্রোডাক্টস প্রা. লি. এর মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন- বিএসটিআই।

এছাড়া স্বনামধন্য ডিপার্টমেন্টাল স্টোর স্বপ্ন, আগোরা এবং মীনাবাজারে আইডিয়ালের পণ্য বিক্রির অভিযোগে প্রত্যেককে ১ লাখ করে টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত মগবাজারে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন, বিএসটিআই কর্মকর্তা ও এসপি জাহাঙ্গীর আলমসহ র‌্যাব-৩ এর সদস্যরা অংশ নেয়।

কর্মকর্তারা জানান, আইডিয়াল এগ্রো ফুড প্রোডাক্টস এর মালিক মো. বারেক নারায়ণগঞ্জের ঠিকানা ব্যবহার করে বিএসটিআই’র সিএম লাইসেন্স না করে নুডুলস, হলুদের গুড়া, মরিচের গুড়া, কারী পাউডারসহ ৭৭ ধরনের খাদ্যপণ্য নিম্নমানের পরিবেশে মান নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়া বাজারজাত করে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের মালিকের ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদ-, এক মাসের বিনাশ্রম কারাদ-, কারখানা সিলগালা এবং মালামাল ধ্বংস করে।

পরে আইডিয়ালের প্রাপ্ত ওয়ার্ক অডারের ভিত্তিতে স্বপ্ন, আগোরা এবং মীনাবাজারের মগবাজার শাখায় প্রতিষ্ঠানের পণ্য পাওয়া যায়। আদালত প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে জরিমানা করে। এছাড়া আইডিয়ালের মালামাল জব্দ ও ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ