1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

সপ্তাহের দ্বিতীয় দিন ডিএসইতে মিশ্র প্রবণতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
  • ৭৭ Time View

দেশের বৃহত্তম শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের সোয়া দুইঘণ্টা শেষে সাধারণ সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট।

দুপুর সোয়া ১টায় ডিএসইতে ১১৪টি প্রতিষ্ঠানের দাম কমলেও সাধারণ সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। এ সময়ে লেনদেন হয়েছে মোট ৩৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের প্রথম দশ মিনিট অথ্যাৎ ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ৬৩ পয়েন্টের মতো কমে যায়। বেলা সোয়া ১১টায় সূচক ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬২ পয়েন্টে নেমে আসে। এরপর ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে যায়। পরবর্তীতে বেলা পৌনে ১২টায় ডিএসই’র সাধারণ সূচক ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৯৩ পয়েন্টে, দুপুর সোয়া ১২টায় ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২২ পয়েন্টে, ১২টা ৩৫ মিনিটে ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩৫ পয়েন্টে, ১টায় ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৬ পয়েন্টে স্থির হয়।

দুপুর সোয়া ১টায় ডিএসই’র সাধারণ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার দুপুর সোয়া ১টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১১৪টির এবং আগের দামে রয়েছে ২২টি প্রতিষ্ঠান।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠানামা করে- যমুনা অয়েল, জিএসপি ফিন্যান্স, তিতাস গ্যাস, গ্রামীণফোন, এমআই সিমেন্ট, ডেসকো, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা, ইস্টল্যান্ড ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে সোমবার দুপুর ১টা ২১ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসসি) সাধারণ সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৫৯ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে লেনদেন হয়েছে মোট ৪০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ