1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

এসইসির নির্দেশনার ওপর স্থগিতাদেশ নেই: অ্যাটর্নি জেনারেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
  • ১০২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা/ পরিচালকদের এককভাবে কমপক্ষে শতকরা ২ভাগ শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপনের বিরুদ্ধে কোনও স্থগিতাদেশ জারি করেনি হাইকোর্ট।

সোমবার সকাল সোয়া ১০টায় ডিএসইর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে সাংবাদিকদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ডিএসই’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির সভাপতি রকিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশীদ লালী, সিএফও শুভ্রকান্তি, ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান, পরিচালক, মিনহাজ মান্নান ইমন, মিজান উর রহমান খান, এসইসির সদস্য এমএ আবদুস সামাদ ও সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন। এছাড়া এসইসির একজন মেম্বার অব ল’ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট এ নির্দেশনার ৪ সপ্তাহের রুল জারি করেছে। তবে কোনও স্থগিতাদেশ জারি করেনি।

ডিএসই’র প্রেসিডেন্ট রকিবুর রহমান বলেন, ‘আশা করি সকল বিনিয়োগকারীরা হাইকোর্টের এ বিষয়টি বুঝবেন। অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে আমরা এ বিষয়ে সফল হবো।’

উল্লেখ, গত রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা/ পরিচালকদের এককভাবে কমপক্ষে শতকরা ২ভাগ শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন।

অর্থ সচিব, বাণিজ্য সচিব, এসইসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার হাইকোর্টে রিটটি দায়ের করেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স  ব্যাংক লিমিটেডের (এনসিসি) সাবেক পরিচালক মাসুদা বেগমের স্বামী শেখ আব্দুল মোমিন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফিদা কামাল ও ব্যারিস্টার মো. রিয়াজ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।

অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন বলেন, এসইসির তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের ওই কোম্পানিতে শতকরা দুইভাগ শেয়ার থাকা বাধ্যতামূলক করে ২০১১ সালের ২২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে। অন্যথায় ৬ মাসের মধ্যে তাদের পরিচালক পদ শূন্য হয়ে যাবে বলেও ওই প্রজ্ঞাপনে বলা হয়।

তিনি বলেন, এসইসি এভাবে পরিচালক পদে থাকার জন্য শেয়ার থাকার শর্ত জুড়ে দিতে পারে না। কে পরিচালক থাকবে, আর কে থাকবে না, তা নির্ধারিত হয় কোম্পানি অ্যাক্ট, ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী।

অ্যাডভোকেট রিয়াজউদ্দিন জানান, রিট আবেদনকারী মোমিনের স্ত্রী মাসুদা বেগম এনসিসি ব্যাংকের পরিচালক ছিলেন। গত ২ নভেম্বর তার মৃত্যুর পর স্বামী শেখ আব্দুল মোমিন পরিচালক হতে আবেদন করেন। মাসুদা বেগমের মৃত্যুর পর তার শেয়ার স্বামী, তিন কন্যা ও মার মধ্যে বণ্টনের পর মোমিনের আর দুই ভাগ শেয়ার থাকে না। এ কারণে এনসিসি ব্যাংক তাকে পরিচালক হতে হলে এসইসির নো অবজেকশন নিয়ে আসতে বলেন। তাই তিনি আদালতে রিট দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ