1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

কমিটি নিয়ে যুক্তরাজ্য বিএনপিতে কোন্দল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ এপ্রিল, ২০১২
  • ৮০ Time View

নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে যুক্তরাজ্য বিএনপিতে কোন্দলের সৃষ্টি হয়েছে। দলের পরস্পর বিরোধী দু’গ্রুপ এখন মুখোমুখি। নতুন গঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করেছে দলের একটি সক্রিয় অংশ। তারা বলছেন, সবার মত না নিয়েই এই কমিটি করা হয়েছে। আমরা এই কমিটি মানি না।

গত বছরের এপ্রিলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমর উদ্দিনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন সিনিয়র সহ-সভাপতি মিয়া মনিরুল আলম। ভালোই চলছিল দেশের বাইরে সক্রিয় প্রধান বিরোধী দল বিএনপির সবচেয়ে বড় এই শাখা সংগঠনটি। কিন্তু সম্প্রতি সাবেক সাধারণ সম্পাদক এমএ মালেককে আহ্বায়ক ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করায় বিপত্তি বাঁধে। যুক্তরাজ্য বিএনপির সবচেয়ে সক্রিয় তরুণ অংশটি প্রত্যাখ্যান করেছে এই কমিটি। এ নিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও চলছে অস্থিরতা, উত্তেজনা।

অভিযোগ উঠেছে, দলের প্রাণপুরুষ তারেক রহমানের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ফায়দা হাসিলকারী একজন নেতা নিজ এলাকার কতিপয় ব্যক্তির সমন্বয়ে নিজেকে নেতা ঘোষণা করে এই আহ্বায়ক কমিটি তৈরি করেছেন।

তারেক রহমানের সঙ্গে তার গভীর সম্পর্কের দোহাই দিয়ে কেন্দ্রীয় নেতাদের বিভ্রান্ত করে এই আহ্বায়ক কমিটি করা হয়েছে, এমনই অভিযোগ অনেক নেতাকর্মীর। নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে গত ১ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সভা।

প্রতিবাদ সভায় সাবেক সাধারণ সম্পাদক এমএ মালেকের নেতৃত্বে গঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলমকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

প্রতিবাদ সভায় তারেক রহমানের নাম ব্যবহার করে ফায়দা হাসিলকারীদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করে বলা হয়েছে, ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করার সুযোগ কাউকে দেওয়া হবে না। সভার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির প্রতি আহবান জানিয়ে বলা হয়, তৃণমূল নেতাকর্মীদের মতামতের মূল্য দিয়েই কমিটি করতে হবে। অতীতে বিভিন্ন অপকর্মের দায়ে অভিযুক্ত কারো হাতে দল তুলে দিলে তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবে না।

এদিকে, সাবেক সাধারণ সম্পাদক এমএ মালেকের নেতৃত্বে গঠিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমোদন দেওয়া ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে কমিটির ১১ জন সদস্য এই কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। বাংলানিউজে পাঠানো এক বিবৃতিতে তারা জানিয়েছেন, নবঘোষিত এই আহ্বায়ক কমিটি গঠন সম্পর্কে তারা কিছুই জানেন না। এই কমিটিতে নিজেদের নাম দেখে তারা বিস্মিত হয়েছেন উল্লেখ করে বলেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত কোনো কমিটির সঙ্গে আমাদের নাম রাখতে পারি না।

মিয়া মনিরুল আলমের নেতৃত্বে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃত্বে কাজ করে যাওয়ার জন্যে সবার প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দলের প্রাণপুরুষ তারেক রহমানের নাম ভাঙিয়ে যেন কেউ ফায়দা হাসিল করতে না পারে, সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। এমএ মালেকের নেতৃত্বাধীন কমিটি থেকে যারা নাম প্রত্যাহার করেছেন তারা হলেন— শরীফুজ্জামান চৌধুরী তপন, মোঃ লুৎফুর রহমান, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আঃ হামিদ চৌধুরী, কয়সর আহমেদ, মুরাদ আহমেদ, সায়েস্তা চৌধুরী কদ্দুস, মজিবুর রহমান মুজিব, নুরুল ইসলাম, করিম উদ্দিন ও নাসিম আহমদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ