1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

জাকির নায়েকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১২৬ Time View

7ভারতের ইসলামি বক্তা, লেখক এবং গবেষক জাকির নায়েকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এই নির্দেশ দিয়েছে এনআইএ। বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাকির নায়েকের জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পেতে গত তিন দিন ধরে জাকিরের সংস্থা, দফতরসহ মোট ২০টি জায়গায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। এনআইএ জানিয়েছে, তল্লাশিতে জাকির নায়েকের জঙ্গি সংশ্লিষ্টতার অনেক নথিপত্র পাওয়া গেছে।

ভারতের তিনটি ব্যাংকে জাকির নায়েক ও তার পরিবার এবং ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মোট ২৫টি অ্যাকাউন্ট রয়েছে। তিনদিন ধরে তল্লাশি চলাকালীন সেগুলোর মাধ্যমে লেনদেনও হয়েছে। নজরে আসতেই ব্যাংকগুলোকে নোটিশ পাঠিয়েছে এনআইএ। বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইনের ৪৩ নং ধারায় অভিযোগ এনে সমস্ত অ্যাকাউন্ট অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে।

জাকির নায়েক ছাড়াও তার পরিবার, আত্মীয়স্বজন এবং সংস্থার কর্মী মিলিয়ে ১২ জন গোয়েন্দাদের সন্দেহ তালিকায় আছেন। নজর এড়িয়ে তারা অন্য কোনও ব্যাংকের মাধ্যমে লেনদেন করেছেন কি না, তা জানতে চেয়ে আরও ৭২টি ব্যাংককে নোটিশ পাঠানো হয়েছে। জাকিরের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইট নিষিদ্ধ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছে এনআইএ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ