1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

আজ দেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০ Time View

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন ত্যাগ করার কথা রয়েছে তার।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে স্বাগত জানাতে ঢাকায় বড় পরিসরের গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন তিনি। সেখানেই আয়োজিত হবে সংবর্ধনা অনুষ্ঠান। বিএনপি নেতাদের প্রত্যাশা, দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেবেন।

দলীয় সূত্রের দাবি, উপস্থিতির দিক থেকে এই আয়োজন অতীতের অনেক রাজনৈতিক সমাবেশকেও ছাড়িয়ে যেতে পারে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও আশা করছে দলটি।

বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তারেক রহমানের। তার আগমনকে সামনে রেখে পূর্বাচল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা বজায় রাখতে মাঠে কাজ করছেন।

সংবর্ধনা আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পাওয়া গেছে। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে দলের শীর্ষ নেতারা একাধিকবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এর মধ্যে কয়েকবার দেশে এসেছেন, তবে তারেক রহমানের ফেরা এতদিন সম্ভব হয়নি।

দীর্ঘ প্রতীক্ষার পর এবার তার দেশে প্রত্যাবর্তন বাস্তব হতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ