1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭ Time View

যুক্তরাজ্যভিত্তিক প্রচার সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিজ জানিয়েছে, ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নেওয়ার সময় মঙ্গলবার লন্ডনে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ।

সংগঠনটি জানায়, প্যালেস্টাইন অ্যাকশন-সম্পর্কিত বন্দিদের প্রতি সমর্থন জানিয়ে লেখা একটি প্ল্যাকার্ড বহনের অভিযোগে সন্ত্রাসবাদ আইনের অধীনে থুনবার্গকে গ্রেপ্তার করা হয়। প্যালেস্টাইন অ্যাকশনকে ব্রিটিশ সরকার একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

সিটি অব লন্ডনের এক মুখপাত্র বলেন, একটি ভবনে লাল রং নিক্ষেপের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘এর কিছুক্ষণ পর ২২ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি একটি নিষিদ্ধ সংগঠনের (এ ক্ষেত্রে প্যালেস্টাইন অ্যাকশন) সমর্থনে কোনো বস্তু (এ ক্ষেত্রে একটি প্ল্যাকার্ড) প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেপ্তার হয়েছেন।’

ডিফেন্ড আওয়ার জুরিজ জানায়, তারা ভবনটিকে লক্ষ্যবস্তু করেছে, কারণ সেটি এমন একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত, যা তাদের দাবি অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে সেবা দিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ