1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

নতুন বাইকে করে রোজ শুটিংয়ে যান শাহরুখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ১৭৭ Time View

হর রোজ একটা নতুন মোটরবাইক! আর, সেটায় চড়েই ইদানীং শুটিং স্পটে যাচ্ছেন শাহরুখ খান! adsa7s67daujদিন যাচ্ছে, দিন আসছে, কিন্তু এই নিয়মের অন্যথা হচ্ছে না! গুজব নয়, এ কথা টুইটে জানায় বলিউডের বাদশা।
টুইটে লিখছেন, ‘রোহিত প্রত্যেক দিন দিলওয়ালের সেটে পৌঁছনোর জন্য আমায় একটা করে নতুন বাইক দেয়!’
অবশ্য, বলিউডের নায়কদের ‘নতুন’ নিয়ে মাতামাতিটাও নতুন কিছু নয়! শোনা যায়, রাজ কপূর না-কি কোনোদিন এক কাচের বোতল থেকে দ্বিতীয় দিন পান করতেন না! সেই জায়গায় শাহরুখ যদি একটা করে নতুন মোটরবাইক ব্যবহার করেই থাকেন শুটিংয়ে যাওয়ার জন্য, কোন মহাভারতটা তাতে অশুদ্ধ হয়?
শুটিং-দলের লোকজন অবশ্য জানাচ্ছেন, ঠিক পুরোপুরি নতুন বাইকও না কি দেয়া হতো না শাহরুখকে। শাহরুখের দরজায় আগের দিন যে বাইকটা এসেছিল, সেটা আর পরের দিন দাঁড়িয়ে থাকত না, এই যা! ওই মোটরবাইকগুলো আসলে আনা হয়েছে শুটিংয়ের অ্যাকশন দৃশ্যে ব্যবহারের জন্য। তার মধ্যে থেকেই একেক দিন একেকটা শাহরুখের জন্য বেছে নিয়ে পাঠিয়ে দিতেন রোহিত।
তা, এর মধ্যে পাল্টে পাল্টে কোন কোন বাইকে চড়লেন শাহরুখ?
টুইটে উত্তরটা নিজেই দিয়েছেন বলিউডের বাদশা। জানিয়েছেন, হক, বীমার আর হার্লে ডেভিডসন- এই তিন রকমের সেরা বাইকেই চড়া হয়ে গিয়েছে তার!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ