বোলারদের কল্যাণে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ভাল অবস্থানে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল। রোববার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে তুলেছে ৪০ রান। সবমিলিয়ে ক্যারিবিয়দের চেয়ে ৬৬ রানে এগিয়ে সফরকারীরা।
ক্রিজে অধিনায়ক জহুরুল ইসলাম ২৪ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে ১৪ রানে অপরাজিত আছেন নাসিরউদ্দিন ফারুক ।
বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংস: ১৫৫ ও দ্বিতীয় ইনিংস: ৪০/০ (১৫ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ প্রথম ইনিংস: ১২৯
সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়ামে প্রথম দিনের ৭ উইকেটে ৭২ রান নিয়ে রোববার ফের ব্যাটিং শুরু করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১২৯ রানে গুটিয়ে যায়। মাঠ ভেজা থাকায় স্থানীয় সময় দুপুর আড়াইটায় খেলা শুরু হয়। ৫৭ রানে স্বাগতিকদের শেষ তিনটি উইকেট তুলে নেন বাংলাদেশ বোলাররা।
৪০ রানে অপরাজিত ছিলেন নবম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামা সুনীল নারিন।
ফরহাদ রেজা ও সোহরাওয়ার্দী শুভ প্রত্যেকেই তিনটি করে উইকেট দখল করেন। এছাড়া রবিউল ইসলাম ও সোহাগ গাজী নেন দু’টি করে উইকেট।