1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মার্কিন ভিসানীতিতে পরিবর্তন, ভারতীয়দের মাথায় হাত শেরপুরে জামায়াত নেতা নিহত, আমিরের কড়া বার্তা তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আবারও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে কল্পনা করিনি : হাসনাত আবদুল্লাহ কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বাড়াল আদানি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ প্রতিভাবান দ্রোকে দলে ভেড়াল পিএসজি ; বার্সা সভাপতির ক্ষোভ নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার : মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব ভোটের দিন নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা: জরুরি সেবা ও দূরপাল্লা আওতামুক্ত

প্রতিভাবান দ্রোকে দলে ভেড়াল পিএসজি ; বার্সা সভাপতির ক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২২ Time View

পিএসজি সোমবার বার্সেলোনা থেকে প্রতিভাবান কিশোর দ্রো ফের্নান্দেজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনায় কাতালান জায়ান্টদের সভাপতি হুয়ান লাপোর্তা ক্ষোভ প্রকাশ করে বিষয়টিকে ‘অস্তস্তিকর’ পরিস্থিতি বলে আখ্যা দিয়েছেন।

বার্সা সভাপতি লাপোর্তা জানান, দ্রো আগে কাতালান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছিলেন, কিন্তু পরে সিদ্ধান্ত বদলে ক্লাব ছাড়ার পথ বেছে নেন।

লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি এক বিবৃতিতে জানায়, ‘প্যারিস সেইন্ট জার্মেই আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, তারা দ্রো ফের্নান্দেজকে দলে নিয়েছে। ১৮ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার ২৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। ২০৩০ সাল পর্যন্ত ফরাসি ক্লাবটির সাথে চুক্তিতে তিনি স্বাক্ষর করেছেন। এই পদক্ষেপ ক্লাবের ক্রীড়া কৌশল এবং তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের প্রতি জোরালো মনোযোগের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’

পিএসজি দ্রোর জন্য কত অর্থ পরিশোধ করেছে তা জানায়নি। তবে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, সৌহার্দ্যরে নিদর্শন হিসেবে তারা খেলোয়াড়টির ছয় মিলিয়ন ইউরো (প্রায় ৭ মিলিয়ন ডলার) রিলিজ ক্লজের চেয়ে সামান্য বেশি অর্থ দিয়েছে। প্রতিবেদনে ৮.২ মিলিয়ন ইউরোর কথা উল্লেখ করা হয়েছে।

দ্রোর দলবদল নিয়ে লাপোর্তা রোববার রাতে কাতালুনিয়া রেডিওকে বলেন, “এটি ছিল একটি অস্বস্তিকর পরিস্থিতি। কারণ আমরা তার ১৮ বছরে পা দেওয়ার পর কিভাবে বিষয়টি সামলানো হবে, সে বিষয়ে ভিন্ন একটি সমাধানে একমত হয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই তার প্রতিনিধি আমাদের জানালো যে, তারা আর সেই চুক্তি অনুসরণ করতে পারবে না।”

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চল গালিসিয়ার বাসিন্দা দ্রো ২০২২ সালে বিশ্বের অন্যতম সেরা একাডেমি হিসেবে বিবেচিত বার্সেলোনার লা মেসিয়া একাডেমিতে যোগ দেন এবং ক্লাবটির হয়ে আটটি ম্যাচ খেলেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় দ্রো বলেন, “প্রায় চারটি অবিস্মরণীয় মৌসুমের পর আজ আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি নিতে হচ্ছে। যে ক্লাবটি সাম্প্রতিক বছরগুলোতে আমার ঘর ছিল, তাকে বিদায় জানাতে হচ্ছে।”

চলতি মাসের শুরুতে বার্সা কোচ হান্সি ফ্লিকও দ্রোর চলে যাওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ