1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

মেট গালায় নিজের পরিচয় নিজেই দিলেন শাহরুখ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫০ Time View

নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ বসেছে এবারের মেট গালা আসর। সেই আসরে রাজার মতো এন্ট্রি নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটা লাঠি এবং গলায় স্টেটমেন্ট নেক পিসেস। ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আয়োজনে বিস্মিত করলেন কিং খান! ৫৯ বছর বয়সী এই অভিনেতার দিক থেকে তখন চোখ সরানো অসম্ভব।

ডিজাইনারের মতে, শাহরুখ ‘তাসমানিয়ান সুপারফাইন উলের’ মেঝে পর্যন্ত দৈর্ঘ্যের লম্বা কোট পরেছিলেন। যার মনোগ্রাম করা ‘জাপানি হর্ন বোতাম’ ছিল এবং ‘দ্য বেঙ্গল টাইগার হেড ক্যান’ পরেছিলেন ১৮ ক্যারেট সোনায় তৈরি, ট্যুরমালাইন, নীলকান্তমণি, পুরানো খনি থেকে কাটা উজ্জ্বল হীরা। বলিউডে তার ‘কিং’ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে ‘কে’ আদ্যাক্ষরের নেকলেস পরেছিলেন।

রেড কার্পেটে হাঁটার সময় ধারণ করা একটি ভিডিওতে, তার স্বাক্ষর করা ‘ম্যা হু না’ পোজ দেওয়ার কিছুক্ষণ পরে, তাকে একজন সাংবাদিকের কাছে যেতে দেখা যায়, যিনি তাকে নিজের পরিচয় দিতে বলেন।

অবাক হয়ে তিনি উত্তর দেন, ‘হাই, আমি শাহরুখ!’ ক্যামেরার পিছনে থাকা ব্যক্তিটি তাকে তার ডিজাইনার এবং পোশাকের সাথে পরিচয় করিয়ে দিতে বলেন। তিনি সব্যসাচীর সাথে পরিচয় করিয়ে দেন এবং পোশাকের পিছনের গল্প ভাগ করে নেন।

অন্যদিকে, ভোগের সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মেট গালায় আত্মপ্রকাশকারী প্রথম ভারতীয় পুরুষ বলিউড তারকা হিসেবে ইতিহাস তৈরি করা কেমন লাগছে।

এর উত্তরে শাহরুখ বিনীতভাবে উত্তর দেন, ‘আমি ইতিহাস জানি না, তবে আমি নার্ভাস, আমি উত্তেজিত, আর সব্যসাচী এখানে…!’ পাশে দাঁড়িয়ে থাকা ডিজাইনারের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘তিনি আমাকে আসতে রাজি করিয়েছেন।

নিজের পোশাক নিয়ে খুবই আত্মপ্রত্যয়ী ছিলেন শাহরুখ। বললেন, তার পোশাক খুবই আরামদায়ক ছিল এবং তিনি আত্মবিশ্বাসী এবং চমক বোধ করেছিলেন।, এই অভিনেতা এটাও উল্লেখ করেন যে, তিনি বেশিরভাগ কালো এবং সাদা পোশাক পরেন।

গ্ল্যামারের জাঁকজমকের মধ্যে একটা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। রেড কার্পেটের সেই মুহূর্ত অবশ্য এখন ভাইরাল, যা এক্স প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।
যেখানে দেখা যাচ্ছে যে, রেড কার্পেটে দাঁড়িয়ে এক সাংবাদিককে নিজের পরিচয় দিতে হচ্ছে বলিউড বাদশাকে। আসলে ওই উপস্থাপক নাকি শাহরুখকে চিনতেই পারেননি। সেই কারণে মেট গালার তাৎপর্য সম্পর্কে নিজের বক্তব্য রাখতে যাওয়ার আগে রেড কার্পেটে অভিনেতা নিজের পরিচয় দিয়ে বলেন যে, ‘আমি শাহরুখ।’

এই গোটা বিষয়টিকে একেবারে ভাল ভাবে নেননি শাহরুখের ভক্তরা। বিশ্বের সবথেকে বড় তারকাদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ, সেই অভিনেতাকে চিনতে না পারার জন্য গ্লোবাল মিডিয়াকে তুলোধনা করেছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ