গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান সামছুন্নাহার বেগম (৭০)। পরের দিন শুক্রবার (৯ জানুয়ারি) সামছুন্নাহারের দাফন চলাকালে মায়ের শোকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মেয়ে ফজিলাতুন্নেছা (৫০)। এতে পরিবারসহ পুরো এলাকাতে শোকের ছায়া নেমে আসে।
চাঁদপুরের হাজীগঞ্জের দোয়ালিয়া বড় মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
সামছুন্নাহার ওই বাড়ির মৃত ইউনুসের স্ত্রী।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন।
স্থানীয়রা জানান, মেয়ে ফজিলাতুন্নেছা ছিলেন নিঃসন্তান। যে কারণে মায়ের কাছে থেকে মায়ের সেবা করতেন।
তাই মায়ের মৃত্যু শোক সইতে না পেরে হয়ত স্ট্রোক করে মারাই গেলেন। পরে মায়ের কবরের পাশে ফজিলাতুন্নেছাকে দাফন করা হয়।
প্রতিবেশী শারমিন সুলতানা জানান, ফজিলাতুন্নেছার কোনো সন্তান ছিল না। মায়ের মৃত্যুর খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ধারণা করা হচ্ছে, মায়ের শোক সইতে না পেরে তার মৃত্যু হয়েছে।
একই পরিবারের মা ও মেয়ের এমন মৃত্যুতে দোয়ালিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।