হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান আলীর সম্পদ স্বল্প, কিন্তু মামলা অনেক। তার নামে মোট মামলা রয়েছে ৩৭টি। এর মধ্যে একটিতে জামিনে আছেন তিনি। আর বাকিগুলোর কোনোটি প্রত্যাহার, কোনোটিতে অব্যাহতি পেয়েছেন আবার কোনোটি থেকে খালাস পেয়েছেন।
তিনি পেশায় স্বকর্মজীবী আর স্ত্রীর পেশা শিক্ষকতা। স্ত্রীর ১৮ ভরি স্বর্ণ সেগুলোও বিয়ের উপহার। নিজের সম্পদও নগণ্য। নির্বাচন কমিশনে দেয়া তার হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য মিলেছে।
হলফনামায় তিনি উল্লেখ করেন, আয়ের উৎস কৃষি খাত। শেয়ার, বন্ড, ব্যাংক আমানত থেকে আয় হয় বছরে পাঁচ লাখ, চাকরির আয় বছরে তিন লাখ ২০ হাজার এবং ব্যাংক থেকে মুনাফা পান ৮৮৫ টাকা। অস্থাবর সম্পত্তি নগদ ২১ লাখ ৩৮ হাজার ৬৭৬ টাকা, ইসলামী ব্যাংক সিলেট শাখায় জমা ৬১ হাজার ৯৮৫ টাকা, আসবাবপত্র ৩০ হাজার টাকা। স্থাবর সম্পত্তি ১৭.৩২ শতাংশ কৃষি জমি। যার অর্জনকালীন মূল্য এক লাখ ৭৩ হাজার ৯৭৪ টাকা। বর্তমানে মূল্য কমে হয়েছে ৮৬ হাজার ৬০০ টাকা।