1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দর্শক বলছে, ‘মোশাররফ করিমের এই লুক দেখার জন্য প্রস্তুত ছিলাম না’

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৪৮ Time View

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে দেখা গেছে মোশাররফ করিমকে। তবে এবারই প্রথম তিনি হাজির হলেন একেবারে ভিন্ন রূপে। চিরচেনা লুকের বাইরে এ যেন এক অন্যরকম চরিত্র।

অন্তর্জালে উন্মুক্ত হয়েছে আসন্ন ঈদের সিনেমা ‘ইনসাফ’ ছবির একটি লুক পোস্টার, যেখানে বিধ্বংসীরূপে দেখা দিলেন মোশাররফ।
অ্যাকশন লুকে হাজির হয়ে চমকে দিলেন তিনি, যা বিস্মিত করেছে নেটিজেনদের।

সিনেমাটির পরিচালক সঞ্জয় সমদ্দার ও মোশাররফ করিম দুজনেই পোস্টারটি পোস্ট করে লিখেছেন, এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!

মোশাররক করিমকে এমন লুকে দেখে অনেকে লিখেছেন, এই লুক দেখার জন্য প্রস্তুত ছিলাম না। কেউ বলছেন, পুরাই অস্থির হইছে। আরেকজন লিখেছেন, এমনটাই তো চাই।
মোশাররফ করিমকে প্রতিটি কাজে এমন অন্যভাবে উপস্থাপন করা হোক। পরিচালকের পোস্টের একাধিক মন্তব্যে বলা হচ্ছে, দেরিতে হলেও কেউ একজন মোশারফ করিমকে কমার্শিয়াল সিনেমায় ইউজ করল।

নির্মাতা জানিয়েছেন, ‘ইনসাফ’ মূলত মানবিক সম্পর্কের গল্প।

সঞ্জয় সমদ্দার বলেন, এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে।
গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। সেই সঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যা দেখে বোঝা যায়, এগুলো বাংলাদেশের ছবি।

‘ইনসাফ’-এ মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ