1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

‘বলিউড জঘন্য জায়গা’, কান্না চোখে বললেন ইরফানপুত্র বাবিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৬৮ Time View

বাবা ইরফান খান ছিলেন বলিউডের অন্যতম আইকনিক একজন অভিনেতা। তার ছেলে বাবিল খানের শুরুটাও মন্দ হয়নি। ‘কালা’ ও দ্য রেলওয়ে ম্যান’ দিয়ে ইতিমধ্যে বলিউডে নিজের জাত চিনিয়েছেন বাবিল। গত মাসেই ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর ‘লগআউট’।
ছবিটির জন্য প্রশংসিত হয়েছেন তিনি। তবে এরই মধ্যে বাবিলের কণ্ঠে শোনা গেল বলিউড নিয়ে বিষোদগার!

বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করে গতকাল সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন বাবিল। বলিউডের নানা নেতিবাচক দিক তুলে ধরেন সেখানে এবং অঝোরে কাঁদতে থাকেন। ভিডিওতে বাবিল বলেন, ‘বলিউড একটা জঘন্য জায়গা।
বলিউডের লোকজন খুবই রূঢ়।’

ভিডিওতে তিনি অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কাপুর, রাঘব জুয়াল, আদর্শ গৌরব ও অরিজিৎ সিংয়ের নামও আনেন। তবে ঠিক কী কারণে হঠাৎ ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করলেন বাবিল, তা স্পষ্ট নয়। বলিউডের বৈষম্য নিয়ে তিনি ভেঙে পড়েছেন বলে অনুমান অনুরাগীদের।
যদিও কিছুক্ষণ পরই ভিডিওটি মুছে দেন বাবিল, পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দেন।

বিকেলে বাবিলের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে তাঁর কথাকে ‘ভুলভাবে’ প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘কয়েক বছর ধরে বাবিল খান তাঁর কাজের জন্য, সেই সঙ্গে তাঁর মানসিক স্বাস্থ্যের যাত্রা সম্পর্কে খোলামেলা বক্তব্যের জন্য ভালোবাসা ও প্রশংসা পেয়েছে। অন্য যে কারো মতো বাবিলেরও কঠিন সময় পার করতে হয়।
এটি (ভিডিও বার্তা) ছিল তেমনই একটি। আমরা তার সব শুভাকাঙ্ক্ষীকে আশ্বস্ত করতে চাই যে সে নিরাপদে আছে।’

বাবিল শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলেও জানানো হয়। বিবৃতিতে আরো দাবি করা ভিডিও বার্তায় বাবিল যেসব বলিউড তারকার নাম বলেছেন, তাঁদের সম্পর্কে নেতিবাচক কিছু বলেননি; বরং এসব তারকা হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি বদলে দিচ্ছেন, সেটাই বোঝাতে চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ