1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

ভুটানে বিনিয়োগ করবে বাংলাদেশের ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১২
  • ৭৩ Time View

ভুটানে প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ থাকায় দেশটিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ব্যবসায়ী প্রতিনিধিরা ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলের কাছে এ আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে বলা হয়, ভুটানের সীমান্ত এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা করা হলে বাংলাদেশি বিনিয়োগকারীরা ভ‍ুটানের গার্মেন্টস কৃষি, পর্যটন, ওষুধ, সিরামিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও পরিবহন খাতে বিনিয়োগ করবে।

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ব্যবসায়ীদের এ প্রস্তাব স্বাগত জানিয়েছেন এবং ইপিজেড স্থাপনের বিষয়ে মন্ত্রী পরিষদ ভুটানের রাজার সঙ্গে আলোচনা করবেন বলে আস্বস্ত করেছেন।

এ সময় পাশাপাশি বহির্বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের মংলা নৌবন্দর ব্যবহারের জন্যও আহ্বান জনান বাংলাদেশের ব্যবসায়ীরা।

সফরকালে ভুটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও এফবিসিসিআইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওউ) স্বাক্ষরিত হয়।

সফরকালে ব্যবসায়ী প্রতিনিধি দলটি ভুটানের রাজা জিগমে খিজার নামগীল ওয়াংচুক, প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে, অর্থনীতি বিষয়ক মন্ত্রী খানদুর ওয়ানচুং এবং কৃষি ও বন মন্ত্রী পেমা জিয়াস্টোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, গত ২৮ মে চার দিনের ব্যবসায়িক সফরে এফবিসিসিআইয়ের সভাপতি একে আজাদের নেতৃত্বে ১৮ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ভুটান সফরে যায়।

রোববার এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ