1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে কোনো ‌‌‘দুই নম্বরি’ চলবে না : ইসি সানাউল্লাহ স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনা মূল্যে ইন্টারনেট পাবে : মাহদী আমিন আমরা জাতীকে আর দ্বিধা, বিভক্ত দেখতে চাই না : ডা. শফিকুর রহমান জাতীয় নির্বাচনে নিরাপত্তা দিতে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে আত্মমর্যাদাশীল দেশ গড়ার আহ্বান তারেক রহমানের দেশের ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করেছে ইসি ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে জামায়াত’: ডা. শফিকুর রহমান

আমরা জাতীকে আর দ্বিধা, বিভক্ত দেখতে চাই না : ডা. শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতী, বর্ণ, ধর্মের উপর বিভক্ত করে এই দেশকে, দেশের মানুষকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক দলমতের ভিত্তিতে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, খুন গুমের স্বীকার হতে হয়েছে। আমরা আর এসব চাই না। এবারের বন্দোবস্ত হবে জনগনের সেবার জন্য সরকার গঠন করা। আমরা নির্বাচিত হলে এই জাতীকে আর কোন দ্বিধা বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ।

আজ শনিবার দূপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচনের মধ্যে দিয়ে যেই বাংলাদেশ গঠন করা হবে সেটি হবে তারুন্যের বাংলাদেশ, যৌবন দিপ্ত বাংলাদেশ। সকল বাঁধা ডিঙ্গিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা তরুনদের নিয়ে এবার এগিয়ে যাচ্ছি।

জামায়াত আমীর বলেন, যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও আমরা ডাকবো, আমাদের সঙ্গে মিলে কাজ করুন। তবে কোন অপরাধ করা যাবে না, ব্যাংক ডাকাতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া যাবে না, বিচারিক কাজে হস্তক্ষেপ করা যাবে না। এটা মেনে নিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, যে জুলাইয়ের কারনে আমরা আজ জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই সেই জুলাইকে সম্মান করতে হবে। জুলাইকে ধারন করে ১৮ কোটি মানুষের স্বার্থে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, এদেশে মুসলমান ছাড়া আরো তিনটি দলের মানুষ বসবাস করে। আপনাদের সকল ধর্মীয় অধিকার, পূর্ণ স্বাধীনভাবে পালন করবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রের দায়ীত্ব পালনে কারো ধর্ম দেখা হবে না। সেই ক্ষেত্রে দেখা হবে কর্মকর্তা সেই কাজের যোগ্য কিনা, তার মধ্যে দেশ প্রেম আছে কিনা।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার অমূল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে আমরা এগুতে পারবো না। ‘বেটার এডুকেশন, বেটার নেশন’। এডুকেশন ভাল না হলে একটা ভাল জাতি আমরা গঠন করতে পারবো না। আগামীতে যারাই সরকার গঠন করবে তাদেরকে জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গিকার দিতে হবে। আমরা আর এই জাতির বিবেদ করতে চাই না। ধর্ম বর্ণ গোষ্ঠী পরিবার, কারো স্বার্থ দেখব না, স্বার্থ দেখব শুধু জনগণের ইনশাআল্লাহ।

দক্ষিণ জেলা জামায়াতের আমীর এ্যাড. শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা ১০ আসনের প্রার্থী ইয়াসিন আরাফাত, কুমিল্লা মহানগর সেক্রেটারী মাহবুবুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ