1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ম্যার্কেন্টাইল ব্যাংক ১৪ গুণীজনকে স্বর্ণপদক দিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুন, ২০১২
  • ৬৭ Time View

১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, গবেষণাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের ১৪ জন গুণী ব্যক্তিকে স্বর্ণপদক দিল মার্কেন্টাইল ব্যাংক।

শনিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ সন্মাননা পদক প্রদান করা হয়।

সন্মাননা প্রাপ্তদের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট এবং মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ অনুষ্ঠানে শিক্ষায় স্বর্ণপদক দেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কিডনি ও ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হারুন-উর-রশিদ, মুক্তিযুদ্ধে লে. কর্নেল আবু ওসমান চৌধুরী (অবসরপ্রাপ্ত), মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার জন্য হাসান হাফিজুর রহমানকে মরণোত্তর স্বর্ণপদক দেওয়া হয়।

শিল্প ও বাণিজ্যে অবদান রাখায় ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশারফ হোসেন, সংস্কৃতিতে আলী জাকের, বাংলা ভাষা ও সাহিত্যে কবি বেলাল চৌধুরী, সাংবাদিকতায় দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, ক্রীড়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে স্বর্ণপদক দেওয়া হয়।

এছাড়া কৃষি বিষয়ক গবেষণা ও উন্নয়নে অবদান রাখায় হরি ধানের প্রবর্তক হরিপদ কাপালী, সমাজ বিনির্মাণে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, ব্যাংকিং খাতে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরকে প্রাতিষ্ঠানিক সন্মাননা হিসেবে স্বর্ণপদক দেওয়া হয়।

আবদুল জলিল বলেন, ‘কর্পোরেট সিটিজেন হিসেবে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ। মুনাফা অর্জনই আমাদের লক্ষ্য নয়। তাই মার্কেন্টাইল ব্যাংক জেএসসি, এসএসসিসহ বিভিন্ন ধরণের শিক্ষা বৃত্তি দিচ্ছে।’
macantile
‘এছাড়া সমাজ বিনির্মাণে সৌরবিদ্যুৎ, ই-টেক, বায়োগ্যাস নির্মাণসহ বিভিন্ন ধরণের উৎপাদনমুখী খাতে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে মার্কেন্টাইল ব্যাংক। দুস্থ ও গরীব মানুষকে সাহায্য করার জন্য আলাদা খাত রয়েছে।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক বলেন, ‘আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করি। আধুনিক ব্যাংকিং সেবা দিচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। অচিরেই অনলাইন ব্যাংকিং সেবা চালু করা হবে।’

অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তারাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী আসাদুজ্জামান নূর কবিতা আবৃত্তি করেন। এছাড়া অনুষ্ঠানে দেশি ও ভারতীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালের ২ জুন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর শাখা ৭৫টি। এ মাসে আরো ১০টি শাখার কাজ শুরু হবে। ৬২টি বুথের মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধা দেওয়া হয়। ব্যাংকটিতে ১৭৫৬ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ