1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

৮ম জয়েন্ট কাস্টমস বৈঠক জামদানি ও সাবান রপ্তানিতে দীর্ঘসূত্রীতা দূর হবে: এনবিআর

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মে, ২০১২
  • ৯৬ Time View

জামদানি সাড়ি ও সাবান রপ্তানিতে দীর্ঘসূত্রীতা দূর হবে বরে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য নাসির উদ্দিন।

রোববার বিকেলে এনবিআর কার্যালয়ে আয়োজিত গত ২৫-২৬ এপ্রিল ভারতে অনুষ্ঠিত দু’দেশের স্থল বন্দরগুলোর শুল্ক বিষয়ক ৮ম জয়েন্ট কাস্টমস বৈঠক সম্পর্কিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের জামদানি শাড়ির রাসায়নিক পরীক্ষা বেনাররেসের পরিবর্তে কোলকাতায় করানোর দাবি জানানো হলে ভারত তাতে রাজি হয়। বেনারসে কেমিক্যল টেস্ট করলে তার রিপোর্ট পেতে ১৫-৩০ দিন সময় লাগত। এখন কলকাতায় করা হলে ২ থেকে ৩ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলে জানান নাসির উদ্দিন।

সাবান রপ্তানির ক্ষেত্রে আগে এক ধরনের বিরম্বনা ছিল উল্লেখ করে তিনি বলেন, আগে এ পণ্যটিকে কসমেটিক হিসেবে গণ্য করার ফলে রাসায়নিক পরীক্ষার প্রয়োজন হত। এখন থেকে এটিকে টয়লেট্রিজ হিসেবে গণ্য করা হবে। তাই আর রাসায়নিক পরীক্ষা করতে হবে না। এতে সময়ের সাশ্রয় হবে।

জয়েন্ট কাস্টমস বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২৫টি এবং ভারতের পক্ষ থেকে ১১টি এজেন্ডা উপস্থাপন করা হয়।

এর মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে সোনামসজিদ, হিলি, বুড়িমারি ও ভোমরা স্থল বন্দরে স্টান্ডার্ড অব প্রসিডিউর (এসওপি) চালুর বিষয়ে একমত হয়েছে দু’পক্ষ। এর ফলে এখন থেকে পণ্যবাহী ট্রাক দু’দশের ২০০ মিটার ভেতরে গিয়ে পণ্য খালাস করতে পারবে। এছাড়াও বাংলাদেশ বেনাপোল বন্দরে বাইপাসের সঠিক ব্যবহার, দুদেশের পেক পোস্টের মাঝে ওয়াকওয়ে শেড নির্মাণ, স্থলবন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন, দু’দেশের বিভিন্ন তথ্য এবং কাগজপত্র আদান প্রদান বিষয়ে আলোচনা করে। উভয় দেশ এসব বিষয়ে সম্মত হয়।

তবে ভারতের পক্ষ থেকে ট্রান্স শিপমেন্ট ব্যাংক গ্যারান্টির পরিবর্তে কাস্টমস বন্ডের ব্যবহার করার সুবিধা চাওয়া হলে বাংলাদেশ তাতে সম্মত হয়নি বলে জানান এনবিআর সদস্য।

নাসির উদ্দিন আরও বলেন, ভারতের পক্ষ থেকে বেনাপোলসহ দেশের সকল বন্দর দিয়ে বন্ডের মাধ্যমে পন্য আমদানি ও রপ্তানির প্রস্তাব করা হয়। কিন্তু, বন্ডের মাধ্যমে পণ্য বিশেষত গার্মেন্টসের জন্য শুল্ক সুবিধা দিয়ে আমদানি করা হয়। অন্যান্য বন্দরগুলোতে এসব পণ্য রাখার মত গুদাম ও অবকাঠামো সুবিধা না থাকার কারণে তাও পরবর্তীতে বিবেচনা করা হবে।

ভারতের সঙ্গে আমাদের অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। দু’দেশের মধ্যে বেশ কয়েকটি এজেন্টায় মিল ছিল জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ