1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

রিয়াল থেকে আরও দূরে বার্সা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ এপ্রিল, ২০১২
  • ৭৭ Time View

ছবির মতো সুন্দর খেলা। কে কত ভালো খেলতে পারে ক্যাম্প ন্যু’তে তারই মহড়া দিতে মেতে উঠে রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সেলোনা। যদিও খেলার ফল হয়েছে রিয়ালের অনুকূলে। শনিবারের এল ক্ল্যাসিকোতে বার্সাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল।

রিয়াল মাদ্রিদ: ২ (স্যামি খেদিরা ১৭মি. ও ক্রিস্টিয়ানো রোনালদো ৭২মি.)

এসফসি বার্সেলোনা: ১ (আলেক্সিস ৭০মি.)

গোল দিয়ে ফলাফল পাওয়া গেলেও খেলার প্রকৃত চিত্র ফুটে উঠে না। খেলাটি নিজের চোখে না দেখলে মন ভরার নয়। যদিও রিয়ালের তুলনায় একটু বেশিই ভালো খেলেছে বার্সেলোনা। সেই প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত তাদের কাছ থেকে দর্শকরা উপহার পেয়েছে ছন্দময় ফুটবল।

যদিও খেলার চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারতো রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ একটি হেড কর্নারের বিনিময়ে রক্ষা করে বার্সা। পরে আরও কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ। ১৭ মিনিটে প্রথম গোলও পায় রিয়াল।

ডি মারিয়ার কর্নার থেকে ভেসে আসা বলে লাফিয়ে উঠে হেড নিয়েছিলেন পেপে। দূরের পোস্ট দিয়ে বল গোলমুখে যাওয়ার আগেই একহাতে থামিয়েও ছিলেন বার্সার গোলরক্ষক ভালদেস। তা নাগালের বাইরে চলে গেলে পাশ থেকে পুয়োল বলের দখল নিলেও বিপদমুক্ত করতে পারেন নি। বরং পুয়োলের ভুলেই টোকা দিয়ে বল জালে পাঠিয়ে দেন সামি খেদির।

৭০ মিনিটে সমতায় ফেরার উচ্ছ্বাসটা দীর্ঘ স্থায়ী হয়নি বার্সার। কতবার প্রতিহত হওয়ার পরই না বলটাকে শেষ ঠিকানায় পাঠিয়েছিলেন আলেক্সিস। দুই মিনিটের ব্যবধানে ক্রিস্টিয়ানো রোনালদো তা শোধও দিয়ে দিলেন অসাধারণ এক গোলে।

এই জয়ে তাদের পয়েন্ট ব্যবধান এখন সাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ