1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

অভিনেত্রী তমার আত্মহত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ১১৩ Time View

অভিনেত্রী শাহলা ইসলাম তমা পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনভর কয়েকটি ঘুমের ট্যাবলেট, হারপিক ও স্যাভলন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি এখন অনেকটা সুস্থ।

এ প্রসঙ্গে তমা বলেন, ‘পারিবারিক অনেক বিষয়ের কারণে শান্তি খুঁজে পাচ্ছিলাম না। তাই সুইসাইড করার পথ বেছে নিয়েছিলাম। একাকিত্ব যখন একজন মানুষকে গ্রাস করে তখন এ পথ বেছে নেয়া ছাড়া উপায় থাকে না। বিভিন্ন দিক মেইন্টেইন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি একটু নরমাল হতে চাই কিন্তু পারছি না।’

তমার বাসা মিরপুর-১০ নম্বরে। গত রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির তমার আত্মহত্যার চেষ্টার খবর জানতে পেরে তার বাসায় যোগাযোগের চেষ্টা করেন। ওই পুলিশ কর্মকর্তা জাগো নিউজকে বলেন, প্রথমে আমরা তমা আত্মহত্যার খবর পেয়ে তার বাসার ঠিকানা পাই। কিন্তু সেটি ভুল ছিল। পরে খোঁজ নিয়ে জানতে পারি তিনি জীবিত আছেন। তবে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। তার পরিবার জানায়, তমা মানসিকভাবে অসুস্থ। সে এখন কিছুটা পাগলপ্রায়। এর বেশি কিছু জানা যায়নি।

গতকাল (১৮ এপ্রিল) তমা তার ফেসবুকে লেখেন, ‘আমাকে কারও লাগবে না। কিন্তু অন্যের বিপদে আমি ঠিকই সবকিছু ভুলে গিয়ে তার পাশে থাকি। আর আজ আমি সবার কাছে অপ্রয়োজনীয় হয়ে গেছি। ভালো থেক তোমরা। আমার চেয়েও অনেক ধনী ঘরের মেয়েকে বিয়ে করে সুখে থেকো।’

এদিকে আত্মহত্যার বিষয়টি জানিয়ে তমা তার নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘প্রথমে দুই ধরনের ঘুমের ট্যাবলেট, তারপর হারপিক আর এখন স্যাভলন, এবার আমাকে কে আটকায়? আমার প্রতি সবার ভালোবাসা শেষ হয়ে গেছে। বিদায়। আমার আজকের এই অবস্থার জন্য শুধু শাহজাহান সম্রাট ও তার পরিবার দায়ী।’

২০০৯ সাল থেকে ছোট পর্দায় অভিনয় করেন তমা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘নির্বিকার মানুষ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘নগর জোনাকী’, ‘চলিতেছে সার্কাস’ ইত্যাদি। এ ছাড়া তিনি চলচ্চিত্রেও কাজ করছেন। নায়ক রাজ রাজ্জাকের ‘আয়না কাহিনি’র মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তমা। এরপর শাহীন সুমনের ‘জটিল প্রেম’, জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’, রাকিবুল আলম রাকিবের ‘প্রেম করব তোমার সাথে’, কাজী হায়াতের ‘সর্বনাশা ইয়াবা’, ও অপূর্ব রানার ‘পুড়ে যায় মন’সহ মোট ছয়টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ