1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৪ Time View

ভারত সফরে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের জিমখানা মাঠে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
সফরের একমাত্র টেস্টের আগে প্রস্তুতিমূলক ম্যাচের জন্য বৃহস্পতিবার হায়দ্রাবাদে পৌছায় বাংলাদেশ দল। গতকাল ভারতের মাটিতে অনুশীলনও করেছে টাইগাররা। একমাত্র টেস্টের ভেন্যু হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দীর্ঘক্ষণ ঘাম ঝড়ায় সফরকারীরা। প্রস্তুতিমূলক ম্যাচ দিয়ে টেস্টের জন্য নিজেদের আরও ভালোভাবে ঝালিয়ে নিবে মুশফিকের দল।
২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে বড় ফরম্যাটে অভিষেক হয় বাংলাদেশের। ঐ সিরিজে মাত্র ১টি টেস্ট খেলেছিলো দু’দল। এরপর দুই ম্যাচের তিনটি ও এক ম্যাচের একটি সিরিজ খেলে বাংলাদেশ ও ভারত। তবে সবগুলো ম্যাচই হয়েছে বাংলাদেশের মাটিতে। ভারতের মাটিতে নিজেদের ইতিহাসে কখনওই টেস্ট খেলতে পারেনি টাইগাররা। অবশেষে সেই স্বাদ নিতে যাচ্ছে বাংলাদেশ।
এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ভারত। ৬টি ম্যাচে ভারত জয় পেয়েছে। আর ২টি ম্যাচ হয়েছে ড্র। এমন পরিসংখ্যান নিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি নবমবারের মত বড় ফরম্যাটে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত।
বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম।
ভারত ‘এ’ দল : অভিনব মুকুন্দ (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল, শ্রেয়াষ আইয়ার, ইশাঙ্ক জাগগি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, ঋষভ পান্থ, বিজয় শংকর, হার্ডিক পান্ডে, কুলদীপ যাদব, অঙ্কিত চৌধুরী, সিভি মিলিন্দ ও নিতিন সাইনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ