1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

শুরুর আগেই কোচ পরিবর্তন, চট্টগ্রামে আসছে বিদেশি কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬ Time View

বিপিএলের আসন্ন আসর শুরু হতে যাচ্ছে ২৬ ডিসেম্বর। নতুন করে ৬ দলের মধ্যে যুক্ত হয়েছে চট্টগ্রাম রয়েলস। তারা প্রধান কোচ হিসেবে দেশি মমিনুল হকের নাম জানিয়েছিল আগেই। এবার সিদ্ধান্ত বদলেছে দলটি। শেষপর্যন্ত প্রধান কোচ হিসেবে একজন বিদেশিকে বেছে নিয়েছে চট্টগ্রাম।

আজ ২০ ডিসেম্বর সন্ধ্যায় দলের প্রধান কোচের নাম ঘোষণা করেছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ হিসেবে এবার জাস্টিন মাইলস ক্যাম্পের কথা জানাল চট্টগ্রাম। ৪৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার খেলোয়াড়ি জীবনে ছিলেন বোলিং অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়ে ছিলেন পারদর্শী।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে তার। খেলেছেন আইপিএল, সিপিএল, ভাইটালিটি ব্লাস্টে।

খেলোয়াড়ি জীবনে পেশাদার শেষ ম্যাচটি খেলেছেন ২০১৫ সালে। এ ছাড়া চট্টগ্রামের মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তুষার ইমরান।

চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড :

শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি , মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ