1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

দুনিয়া ও পরকালের কল্যাণে যে দোয়া জরুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ১৫৩ Time View

পরকালের সাফলতা লাভে দুনিয়ার কল্যাণময় জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়ায় কল্যাণময় জীবন লাভে তিনটি বিষয় অত্যন্ত জরুরি।

প্রথমটি হলো : উপকারী সর্বোত্তম জ্ঞান;
দ্বিতীয়টি হলো : হালাল রিজিক;
তৃতীয়টি হলো : গ্রহণযোগ্য আমল।

যে ব্যক্তি দুনিয়াতে উপকারী সর্বোত্তম জ্ঞানার্জন করতে সক্ষম হবে, সে জীবন সঠিকভাবে জীবন পরিচালনায়ও সফল হবে।

যে ব্যক্তি হালাল খাবারের সন্ধানে জীবন পরিচালনা করবে এবং হালাল খাবার খাবে, সে ব্যক্তির দুনিয়া ও পরকালীন জীবনের সফলতা আসবে।

যে ব্যক্তি উত্তম জ্ঞান ও হালাল জীবিকা খেয়ে আমল, ইবাদত-বন্দেগি করবে, ওই ব্যক্তি আমল ও ইবাদত-বন্দেগি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। আর আমল কবুল হওয়ার অর্থই হলো দুনিয়া ও পরকালে ওই ব্যক্তির সফলতা লাভ করা।

সুতরাং মানুষের উচিত আল্লাহ তাআলার নিকট উল্লেখিত তিনটি জিনিসের জন্য দোয়া করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনই একটি দোয়া হাদিসের মাধ্যমে তাঁর প্রিয় উম্মতের জন্য শিখিয়ে গেছেন। যা তুলে ধরা হলো-

Doa
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআঁও ওয়া রিঝক্বান ত্বাইয়্যিবাঁও ওয়া আমালাম্ মুতাক্বাব্বালা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। (মুসনাদ আহমদ, মিশকাত)

পরিশেষে…
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লিখিত তিনটি জিনিস লাভে হাদিসের ওপর আমল করার এবং দুনিয়া ও পরকালের কল্যাণ লাভ করার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ